মনোয়ারা খাতুন মুক্তা (monowara khatun mukta)
প্রথম পাতা » জীবনী » মনোয়ারা খাতুন মুক্তা (monowara khatun mukta)
মনোয়ারা খাতুন মুক্তা পিতা: মোঃ আব্দুল মোতালেব মাতা: লুৎফা বেগম
১৯৯৭ সালে ঢাকা ক্যান্টনমেন্টের নিজ বাড়িতে তার জন্ম। শহীদ রমিজউদ্দীন ক্যান্টনমেন্ট স্কুল থেকে ২০১২ সালে এসএসসি, ২০১৪ সালে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি পাস করেন। বর্তমানে উক্ত কলেজে বিবিএ প্রফেশনাল বিষয়ে অধ্যয়নরত । ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি তার আগ্রহ। লিখেছে অনেক কবিতা।
তথ্যসূএ: .২০১৯ সালে প্রকাশিত ‘মূল্যমোহর’ গ্রন্থ থেকে সংকলিত।