এম. এ. হালিম বিশ্বাস ( am.a.halim bisshis)
প্রথম পাতা » জীবনী » এম. এ. হালিম বিশ্বাস ( am.a.halim bisshis)এম. এ. হালিম বিশ্বাস জন্ম : ১৯৭৭ সালের ২০শে জানুয়ারি, বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের পাথরঘাটা গ্রামে । পিতা : মো. আমজাদ হোসেন বিশ্বাস, মাতা : মোসা. সালেহা বেগম। পাথরঘাটা কে. এম মাধ্যমিক বিদ্যালয় ও পাথরঘাটা মহাবিদ্যালয় থেকে যথাক্রমে ১৯৯২ ও ১৯৯৪ সালে কৃতিত্বের সাথে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করে ১৯৯৭ ও ১৯৯৮ সালে বরিশাল বি.এম কলেজ থেকে ইতিহাস বিষয়ে স্নাতক সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০০১ সালের ২৭শে সেপ্টেম্বর তালতলী সরকারি কলেজে ইতিহাস বিভাগে প্রভাষক পদে যোগদান করে বর্তমানে কর্মরত আছেন । তাঁর প্রথম গ্রন্থ একাদশ ও দ্বাদশ শ্রেণির ইতিহাস প্রথম পত্র; বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার ইতিহাস (১৭৫৭-১৯৭১ খ্রি.), ২০১৪ সালে এনসিটিবি কর্তৃক অনুমোদিত ও পুথিনিলয় কর্তৃক প্রকাশিত। দ্বিতীয় গ্রন্থ একাদশ ও দ্বাদশ শ্রেণির ইতিহাস দ্বিতীয় পত্র; আধুনিক বিশ্বের ইতিহাস, ২০১৫ সালে এনসিটিবি কর্তৃক অনুমোদিত ও পুথিনিলয় কর্তৃক প্রকাশিত। তৃতীয় গ্রন্থ “সমুদ্রসৈকত কুয়াকাটার ইতিহাস ও ঐতিহ্য।” এছাড়া স্নাতক শ্রেণির ইতিহাস প্রথম পত্ৰ ; বাংলার ইতিহাস (প্রাচীনকাল থেকে ১২০৪ খ্রি.) দ্বিতীয় পত্র এবং দক্ষিণ এশিয়ার ইতিহাস (১৫২৬ থেকে ১৭৬৫ খ্রি.) এবং ‘বরগুনা কারাগার গণহত্যা’ প্রকাশের অপেক্ষায় । তিনি ২০১৬ ও ২০১৭ সালে উপজেলা পর্যায়ে (তালতলী উপজেলার) শ্রেষ্ঠ শিক্ষক এবং ২০১৮ সালে জেলা পর্যায় (বরগুনা জেলা) শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন । তিনি বাংলাদেশ ইতিহাস সম্মেলন ও ইতিহাস সমিতির জীবন সদস্য।
তথ্যসূত্র: ২০১৯ সালে প্রকাশিত একুশ শুধু সংখ্যা নয় গ্রন্থ থেকে সংকলিত।