সৈয়দা হাবিবা মুস্তারিন (syada habiba mustarin)

প্রথম পাতা » জীবনী » সৈয়দা হাবিবা মুস্তারিন (syada habiba mustarin)


সৈয়দা হাবিবা মুস্তারিন

সৈয়দা হাবিবা মুস্তারিন    বড় হয়ে ওঠা এক শিক্ষা, সংস্কৃতি ও আধুনিক রুচিসম্পন্ন সম্ভ্রান্ত পরিবারে । বাবা সৈয়দ আব্দুল হান্নান ঢাকা শিক্ষা বোর্ডের সেকশন অফিসার, মা সৈয়দা শাফিয়া হান্নান গণস্বাস্থ্য হোমিও চেয়ারম্যান, সমাজসেবী এবং একজন সহযোগী মুক্তিযোদ্ধা। এমন ঐতিহ্যবাহী পরিবারে সৈয়দা হাবিবা মুস্তারিন ৮ অগাস্ট, ১৯৮৪ সালে মাদারীপুরের ডাসার গ্রামে জন্ম নেন । গ্রামে জন্ম হলেও বাবার চাকরির সুবাধে বেড়ে ওঠে শিক্ষা বোর্ডের স্টাফ কোয়াটারে মনোরম পরিবেশ। ছয় ভাইবোনের মধ্যে তিনি তৃতীয় । ভাই বোনেরা সবাই নিজস্ব শিক্ষা-দীক্ষায় সমৃদ্ধ হয়ে নিজেদের কর্মস্থলে ব্যস্ত । সৈয়দা হাবিবা মুস্তারিনের জীবন সাথী বরিশালের গৌরনদীর সন্তান সৈয়দ রাশেদ হোসাইন। তিনি একজন সফল ব্যবসায়ী। ছোটবেলা থেকেই সৈয়দা হাবিবা মুস্তারিন শিক্ষা-দীক্ষায় সংস্কৃতিমনা পরিবারে বেড়ে ওঠার জন্য তার মনও হয়ে ওঠে প্রকৃতিপ্রেমিক। ছবি আঁকা, গান গাওয়া, কবিতা লেখা হয়ে ওঠে তাঁর অবসর ও বিনোদনের নিত্যসঙ্গী। দিনে দিনে তাঁর লেখা কবিতাগুলো মানুষের মনে সুন্দর ও নতুন এক চেতনার ঢেউ তুলতে থাকে । সৃষ্টি হয় তাঁর অগণিত পাঠক। তিনি একজন সংগঠক হিসেবে বিভিন্ন সংগঠনে গুরুত্বপূর্ণ পদে বহাল থেকে দায়িত্বপালন করে আসছেন নিজের সরকারি চাকরির দায়িত্ব পালনের পাশাপাশি মূলতকবি হলেও বহুমাত্রিক প্রতিভার অধিকারী, ট্রেড ইউনিয়ন করার সুবাধে বর্হিবিশ্বে ভ্রমণ করছেন ইউরোপ কান্ট্রিতে ও তার ভালোলাগে ঘুরে বেড়াতে প্রিয়জনদের নিয়ে আনন্দে মেতে থাকতে । তিনি আবৃত্তিকার হিসেবে কবিতানুরাগীদের কাছে ভীষণ জনপ্রিয় হয়ে ওঠেন। তাঁর কবিতাও বেশ পাঠকপ্রিয়তা লাভ করতে থাকে। সেই ছেলেবেলায় ১৯৯৭ সালে বিদ্যালয়ের বার্ষিক পত্রিকায় তাঁর প্রথম লেখা প্রকাশ পায়। সে থেকেই কবিতা, গল্প, গান, গজল, নাটক ও ছোটগল্প লিখে আসছেন তিনি। তার লেখা বিভিন্ন পত্রিকা ও ম্যাগাজিনে নিয়মিতভাবে প্রকাশ পেতে থাকে ।
ইতিমধ্যে ২০টিরও বেশি বইয়ে তাঁর লেখা প্রকাশ পেয়েছে। আর এবার তাঁর যে একক কবিতার বইটি প্রকাশ পেল সেখানে প্রকৃতি, বৃক্ষ, পাখি, মানুষ, ছোট সোনামনিদের নিয়ে ভালোবাসার আঁচলে জড়িয়ে থাকে। তিনি বিশ্বাস করেন, যখন পাঠকদের হাতে বইটি যাবে তখন তাঁরা তন্ময় হয়ে পড়বেন এ কবিতাগুলো আর তাঁদের সময়ের বেশ কিছুটা অবসর এক নতুন অজানা আনন্দ হিল্লোলে বয়ে গেছে ভেবে উদ্বেলিত হয়ে উঠবেন।

তথ্যসূত্র: .২০২২  সালে প্রকাশিত   ’ফিরে এলে না’   গ্রন্থ থেকে সংকলিত।