সাধনা সরকার (sadhona sorker)

প্রথম পাতা » জীবনী » সাধনা সরকার (sadhona sorker)


সাধনা সরকার


সাধনা সরকার, ঢাকা জেলার পুরান ঢাকার গোপীবাগের অন্তর্গত কাজীরবাগে ১৯৮০ সালের ১লা জানুয়ারি জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মনিন্দ্র সরকার, মাতা মায়া রানী সরকার। ছয় ভাই বোনের মধ্যে তিনি মা বাবার চতুর্থ সন্তান। তাঁর পিতা একজন শিল্প গুণসম্পন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, অভিনয় শিল্পী ও বংশীবাদক ছিলেন। শহীদ শাহজাহান প্রাথমিক বিদ্যালয় থেকে যেমন পঞ্চম শ্রেণীতে পুরো স্কুলের মধ্যে প্রথম হন তেমনি কামরুন্নেসা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১৯৯৪ সালে স্টার মার্ক নিয়ে এস এস সি পাশ করেন। তারপর সরকারী কবি নজরুল কলেজ থেকে মানবিক বিভাগ থেকে কৃতিত্বের সাথে পড়াশোনা সমাপ্ত করেন। ছোটবেলা থেকে তিনি যেমন পড়াশোনায় মনোযোগী ছিলেন তেমনি গানেও বেশ উৎসাহী ছিলেন। সময় পেলে বিভিন্ন ধরনের বই পড়েন। আধ্যাত্মিক বই শ্রীমদ্ভগবদগীতা তাঁর মননকে উজ্জীবিত করেছে। এ ধর্মগ্রন্থ স্ট্যাডি করে ও পরীক্ষা দিয়ে কয়েকবার সার্টিফিকেট পেয়েছেন ।
বর্তমানে তিনি বিভিন্ন অনলাইন পত্রিকায় লেখালেখি করেন। যেমন- গাঙচিল অনলাইন গ্রুপ, বেলাশেষে সাহিত্য পত্রিকা, মুক্তধারা সাহিত্য পরিবার, মেঠোপথ প্রভৃতি। গাঙচিল অনলাইন গ্রুপ ছাড়াও বেলাশেষে সাহিত্য পত্রিকায় কবিতা ও ছোট গল্পের নিয়মিত লেখক। তাঁর প্রথম যৌথ প্রকাশিত বই শ্রেষ্ঠ বাঙালী। আরো দু’টি বই যৌথ প্রকাশনার পথে আছে। তাঁর স্বামী অবনী মোহন একজন সরকারি চাকুরীজীবি এবং স্বনামধন্য কবি। তাঁদের একজন পুত্র সন্তান। বর্তমানে সে এম বি বি এস শেষ বর্ষের ছাত্র। “খোলস” কবির প্রথম একক কাব্যগ্রন্থ। তিনি গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের আজীবন সদস্য।
তথ্যসূত্র: .২০২২ সালে প্রকাশিত ‘খোলস’ গ্রন্থ থেকে সংকলিত