আলামিন মোহাম্মদ (alamin mohammad)

প্রথম পাতা » জীবনী » আলামিন মোহাম্মদ (alamin mohammad)


আলামিন মোহাম্মদ

আলামিন মোহাম্মদ

একজন মানুষ নাকি তার স্বপ্নের চেয়েও বড়ো। কিন্তু সেই স্বপ্নকে ছোঁয়ার জন্য, স্বপ্নকে ছাপিয়ে যাওয়ার জন্য যে অদম্য ইচ্ছাশক্তির প্রয়োজন হয় সেটি অনেকের মাঝেই থাকে না। আলামিন মোহাম্মদ এক অদম্য স্বপ্নবাজের নাম যার মাঝে সেই ইচ্ছাশক্তিটা আছে। এই প্রচণ্ড ইচ্ছাশক্তিকে পুঁজি করে যিনি প্রতিদিন স্বপ্ন দেখেন, আশেপাশের মানুষকে স্বপ্ন দেখান।

বই পড়ার রোজকার অভ্যাসের ফাঁকে কোনো একদিন নিজের অজান্তেই স্বপ্ন দেখলেন লেখক হবেন। যাপিত জীবনের আটপৌরে গল্পগুলোতে কল্পনার তুলি ছুঁয়ে ছাপা অক্ষরে বাঁধবেন। যেই ভাবা সেই কাজ। লিখে ফেললেন কিছু ছোটোগল্প যেগুলোর সংকলনই ২০১৬’র বইমেলায় প্রকাশিত হয় ‘শখের অসুখ’ নামে।

সময়ের সাথে কলম চলতে থাকলো। প্রয়াত প্রিয় লেখকের সাথে দেখা করার তীব্র ইচ্ছাকে কেন্দ্র করে গল্প সাজিয়ে ২০১৭’র বইমেলায় লিখলেন ‘হুমায়ূন আহমেদের সাথে একরাত’।
ছোটোগল্প লিখতে গিয়েই কেন যেন মনে হচ্ছিলো বড়ো পরিসরে গল্প বলার। যে গল্পেরা ডালপালা ছড়াবে । যেখানে পাতার ফাঁকে ফাঁকে সূর্যের আলো চমক দিবে, পাখিদের আড্ডার জায়গা হবে। আর সেই গল্প পড়ে ব্যস্ত জীবনের ক্লান্তি ভুলে পাঠকও পাবেন গাছের ছায়ার মতন স্নিগ্ধতায় কাটানো কিছু সময়। ‘গান্ধী স্যার’, সেরকমই একটি উপন্যাস।
অসামান্য জীবনীশক্তি নিয়ে আলামিন এভাবেই আজীবন আমাদের জীবনের গল্পগুলোকে বলে যাবে তার গল্পে উপন্যাসে। লেখার মোহজালে আমাদেরকে মোহিত করে পাঠকের হৃদয়ে যত্নের জায়গা করে নিবেন ভাইবন্ধু এবং একজন পাঠক হিসেবে এমনটাই প্রত্যাশা।
তথ্যসূত্র: .২০১৮ সালে প্রকাশিত ‘গান্ধী স্যার’ গ্রন্থ থেকে সংকলিত।