শাহ সৈয়দ মোহাম্মদ রেজা সারায়োর (shah soiod Muhammad reza sarwar)
প্রথম পাতা » জীবনী » শাহ সৈয়দ মোহাম্মদ রেজা সারায়োর (shah soiod Muhammad reza sarwar)
শাহ সৈয়দ মোহাম্মদ রেজা সারায়োর
অনাদি অনন্ত প্রকাশ্য রহস্য ধ্যানে জ্ঞানে মনে, আমি আমার সন্ধানে প্রেম কবিতা, সংগীত, বিজ্ঞান রাজনীতি ছিল প্রিয় বিষয়। এক সময় যুব রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ । পরমাণু বা জ্যোতির্বিজ্ঞানী হওয়ার ইচ্ছা ছিল সব ব্যর্থ। তাই সফলতা - এখন আর তা কিছুই না স্রষ্টা প্রেমে নিজেকে চিনতে পারাই প্রধান বিষয় সবই সত্য মনে হয়। প্রশ্ন প্রায় নেই- বিগ ব্যাং-এর আগে কি ছিল ব্ল্যাক হোল-এর গোপন রহস্য বিজ্ঞান ও আধ্যাতিকতা।
…
সময়কে স্থির বিন্দুতে নিয়ে অস্তিত্বে বিলীন আমি কে? ইত্যাদি চিন্তা-চেতনায় গাছতলায় বসে কবিতা লেখা, উদাসীনতায় সময় যায়, সময় যায়, গ্রাম বাংলার পথে পথে ঘুরে ঘুরে হারিয়ে যাওয়া, নক্ষত্রখচিত আকাশ দেখা প্রিয় বিষয় ।
আত্মজ :
ফারাহ্ নূর
সৈয়দ ফারাহ্ সারোয়ার নূর ই সাবা -মাটিবিবি কবি সংগীতশিল্পী
ওহামা রাজ
সৈয়দ ওহামা সারোয়ার রাজমনি-শুন্যমনি
কবি চিত্রশিল্পী:
স্ত্রী সৈয়দা রত্না সারোয়ার
কবি বিশিষ্ট আইনজীবী
শূন্যের মধ্যে সৃষ্টি হয় কেন্দ্রবিন্দু । ইহাই একক সত্তা, এই শক্তিতেই সৃষ্টি হয় সবই। ছুটে অনন্ত আগামী ।
আমি ।শুরু নেই শেষ নেই
তথ্যসূত্র: .২০১৯ সালে প্রকাশিত ‘REZA SARWAR’Z LEGEND MODI-14’ গ্রন্থ থেকে সংকলিত।