শাহ সৈয়দ মোহাম্মদ রেজা সারায়োর (shah soiod Muhammad reza sarwar)

প্রথম পাতা » জীবনী » শাহ সৈয়দ মোহাম্মদ রেজা সারায়োর (shah soiod Muhammad reza sarwar)


শাহ সৈয়দ মোহাম্মদ রেজা সারায়োর-রাজাজী


শাহ সৈয়দ মোহাম্মদ রেজা সারায়োর
অনাদি অনন্ত প্রকাশ্য রহস্য ধ্যানে জ্ঞানে মনে, আমি আমার সন্ধানে প্রেম কবিতা, সংগীত, বিজ্ঞান রাজনীতি ছিল প্রিয় বিষয়। এক সময় যুব রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ । পরমাণু বা জ্যোতির্বিজ্ঞানী হওয়ার ইচ্ছা ছিল সব ব্যর্থ। তাই সফলতা - এখন আর তা কিছুই না স্রষ্টা প্রেমে নিজেকে চিনতে পারাই প্রধান বিষয় সবই সত্য মনে হয়। প্রশ্ন প্রায় নেই- বিগ ব্যাং-এর আগে কি ছিল ব্ল্যাক হোল-এর গোপন রহস্য বিজ্ঞান ও আধ্যাতিকতা।

সময়কে স্থির বিন্দুতে নিয়ে অস্তিত্বে বিলীন আমি কে? ইত্যাদি চিন্তা-চেতনায় গাছতলায় বসে কবিতা লেখা, উদাসীনতায় সময় যায়, সময় যায়, গ্রাম বাংলার পথে পথে ঘুরে ঘুরে হারিয়ে যাওয়া, নক্ষত্রখচিত আকাশ দেখা প্রিয় বিষয় ।
আত্মজ :
ফারাহ্ নূর
সৈয়দ ফারাহ্ সারোয়ার নূর ই সাবা -মাটিবিবি কবি সংগীতশিল্পী
ওহামা রাজ
সৈয়দ ওহামা সারোয়ার রাজমনি-শুন্যমনি
কবি চিত্রশিল্পী:
স্ত্রী সৈয়দা রত্না সারোয়ার
কবি বিশিষ্ট আইনজীবী
শূন্যের মধ্যে সৃষ্টি হয় কেন্দ্রবিন্দু । ইহাই একক সত্তা, এই শক্তিতেই সৃষ্টি হয় সবই। ছুটে অনন্ত আগামী ।
আমি ।শুরু নেই শেষ নেই

তথ্যসূত্র: .২০১৯ সালে প্রকাশিত ‘REZA SARWAR’Z LEGEND MODI-14’ গ্রন্থ থেকে সংকলিত।