মেহেদী হাসান পারভেজ (mehedi hasan parvez)

প্রথম পাতা » জীবনী » মেহেদী হাসান পারভেজ (mehedi hasan parvez)


 মেহেদী হাসান পারভেজ


মেহেদী হাসান পারভেজ
কবি মেহেদী হাসান পারভেজ সাহিত্য রচনায় সামসময়িক একজন ব্রতী তরুণ। তাঁর লেখা অনেক কবিতা ইতোমধ্যে পাঠক মহলে যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে। তিনি ১২ জুলাই ১৯৯৭ খ্রিস্টাব্দে পিরোজপুরের মাহামুদকান্দা গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মো: রওশন আলী (পুলিশ পরিদর্শক) এবং মাতা মিসেস পাপিয়া বেগম। হাজী আব্দুল গণি মাধ্যমিক বিদ্যালয় থেকে এস.এস.সি এবং বি.এন কলেজ, খুলনা থেকে এইচ.এস.সি পাশ করেন। বছরখানেক লেখাপড়া করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এসিসিই বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র এবং বশেমুরবিপ্রবি শিল্প ও সাহিত্য সংঘের সভাপতি পদে কার্যরত। কবি হিসেবে সমাদৃত হলেও “রদবদল” কবিতা গ্রন্থটি তাঁর প্রথম সম্পাদনা।
লেখকের অন্যান্য গ্রন্থ :
প্রথম ছোঁয়া (কাব্য)
হিমা (উপন্যাস)
অতৃপ্ত দহন (কাব্য)
তথ্যসূত্র: ২০২0 সালে প্রকাশিত ‘রদ বদল’ গ্রন্থ থেকে সংকলিত।