রাহিমা আহম্মেদ শ্রাবনী ( rahima ahamed shaboni)

প্রথম পাতা » জীবনী » রাহিমা আহম্মেদ শ্রাবনী ( rahima ahamed shaboni)


রাহিমা আহম্মেদ শ্রাবনী

রাহিমা আহম্মেদ শ্রাবনী  ১৯ ডিসেম্বর ১৯৯৯ সাথে সম্ভান্ত্র এক মুসলিম পরিবারে নেত্রকোনা জেলার মোবারকপুর গ্রামে জন্মগ্রহন করেন, পিতা : মৃত রহিচ উদ্দিন, মাতা : জাহানারা বেগম, সাত ভাই-বোনের মাঝে তিনি সবার কনিষ্ঠ। পেশায় তিনি একজন শিক্ষিকা, তিনি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস করেন নেত্রকোনা জেলার, লতিফা আব্বাস মডেল মহিলা আলিম মাদরাসা থেকে। তিনি বতর্মানে ঢাকা তিতুমীর কলেজ এন্ড ইউনিভার্সিটিতে ৪র্থ বর্ষে অধ্যয়নরত আছেন। তিনি ক্লাস ষষ্ঠ শ্রেণী থেকে লেখালেখি শুরু করেন, বিভিন্ন পত্র- পত্র- পত্রিকায় কবিতা, ছোটগল্প,উপন্যাস প্রকাশ হয়েছে। তাহার প্রথম কবিতা স্বাধীনতা,,সেই সাথে তিনি একজন নাট্যকার ও ঔপন্যাসিক, তাহার প্রথম “নাটক ঝাল মরিচ প্রেম” এবং প্রথম একক বই “তোমারি বিজয় হয়েছে” করুন বেদনাদায়ক কাহিনী নিয়ে উপন্যাসটি রচিত। বইটি ব্যাপক সারা ফেলেছিলো এবং পাঠকের চোখের কোনে পানি জমেছে বহুবার। “চাঁদনী রাতের কাব্য” বইটিতে সেরা কবি নির্বাচিত হয়ে সাহিত্য পদকে ভূষিত হয়েছেন। দীর্ঘশ্বাস বইটি ছাড়াও আরও একটি বই যৌথ প্রযোজনায় প্রকাশ হয়েছে “তোমার গল্পে আমার লেখা” তিনি ছোটকাল থেকে লেখালেখির প্রতি প্রখর আগ্রহী ছিলেন, ব্যস্ত সময় পার করে যে সময়টুকু পান লেখালেখিতেই কাটান। তিনি বই পড়া,ভ্রমন করা এবং নীরবে একাকী থাকতে পছন্দ করেন ।

তথ্যসূত্র: .২০২৩ সালে প্রকাশিত ‘দীর্ঘ  শ্বাস’ গ্রন্থ থেকে সংকলিত।