রৌশনী নূর ( roshni noor)

প্রথম পাতা » জীবনী » রৌশনী নূর ( roshni noor)


রৌশনী নূর

রৌশনী নূর  জন্ম ঢাকা শহরের অভিজাত এলাকার সম্ভ্রান্ত শিক্ষিত মুসলিম পরিবারে। শৈশব থেকেই ‘নূর’ একাডেমিক পড়াশোনার পাশাপাশি সাহিত্য চর্চাও করে আসছেন ।
বাবা শেখ ফজলুর রহমান একজন কবি, বুদ্ধিজীবী, মুক্তিযোদ্ধা, সাহিত্যিক, সাংবাদিক ও ইসলামিক গবেষক

ছিলেন । তিনি শিশুসাহিত্যিক হিসেবেও সুপরিচিত। তার বই এখনো ইসলামিক ফাউণ্ডেশন থেকে প্রকাশিত হয়। তিনি ইসলামের উপর বিভিন্ন গবেষণামূলক বই ও প্রবন্ধ লিখেছেন । ২০০২ সালে তিনি মৃত্যুবরণ করেছেন।দাদা, নানা, মা, বড়ভাই, বোন সকলের সমান পদচারণা তার লেখালেখিতে অনুপ্রাণিত করেছে। রৌশনী নূর বংশানুক্রমেই বলা যায় শিল্প সাহিত্যের ধারা নিজের মধ্যে লালন করেছেন এবং সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন সংস্থার সাথে কাজ করে যাচ্ছেন।
তথ্যসূত্র: .২০২১  সালে প্রকাশিত   ’প্রত্যাখ্যান’  গ্রন্থ থেকে সংকলিত।