ড. মো. গোলাম মোস্তফা(Dr.Mohammad Golam Mostofa )

প্রথম পাতা » জীবনী » ড. মো. গোলাম মোস্তফা(Dr.Mohammad Golam Mostofa )


 ড. মো. গোলাম মোস্তফা

মোস্তফা মোহাম্মদ (ড. মো. গোলাম মোস্তফা) বগুড়া জেলার শেরপুর থানার ফুলবাড়ি গ্রামে এক সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি একই বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ২০০৭ সাল পর্যন্ত অধ্যাপনায় নিয়োজিত ছিলেন। বর্তমানে তিনি গবেষণাধর্মী প্রতিষ্ঠান FIITS FOUNDATION-এর চেয়ারম্যান এবং শিক্ষা, সমাজ ও সংস্কৃতি বিষয়ক গবেষণা এবং সৃষ্টিশীল রচনায় নিয়োজিত। বাংলা ভাষা-সাহিত্য- সংস্কৃতি বিষয়ক প্রকাশিত গ্রন্থের সংখ্যা ছয়টি। ‘আখতারুজ্জামান ইলিয়াসের কথাসাহিত্যে জীবন ও সমাজ এবং ‘আবুল হাসান : উন্মোচিত অন্তর্লোক’ তার উল্লোযোগ্য গ্রন্থ । সম্পাদনা করেন ‘কাৎলাহার’ সাহিত্যপত্র।