নার্গিস আখতার বানু ঝর্ণা ( nargis akhter banu jharna)

প্রথম পাতা » জীবনী » নার্গিস আখতার বানু ঝর্ণা ( nargis akhter banu jharna)


নার্গিস আখতার বানু ঝর্ণা

নার্গিস আখতার বানু ঝর্ণা  জন্মস্থান-  পাবনা। বাবা- প্রয়াত ফয়েজ উদ্দিন সরকার, মা- প্রয়াত হাফিজা বেগম। সাত ভাই-বোনের মধ্যে লেখক সর্বকনিষ্ঠ তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিজ্ঞানে স্নাতকোত্তর সম্পন্ন করে ১৯৮৩ সনে অগ্রণী ব্যাংকে কর্মকর্তা হিসেবে চাকরিতে যোগদান করেন। স্বামী মুহাম্মদ মুশাররফ হুসেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে স্নাতকোত্তর সম্পন্ন করে ফাইসন্স বাংলাদেশ লিমিটেড এ কর্মকর্তা হিসেবে চাকরিতে যোগদান করেন। বর্তমানে দু’জনই চাকরি থেকে অবসর গ্রহণ করেছেন। ব্যক্তিগত জীবনে তাঁরা তিন কন্যা সন্তানের জনক-জননী । প্রথম কন্যা ডাক্তার, দ্বিতীয় ও তৃতীয়জন প্রকৌশলী। লেখকের লেখালেখির শুরু স্কুলজীবন থেকেই । বই আকারে প্রকাশিত হয়েছে দু’টি উপন্যাস, একটি গল্প। তাঁর চতুর্থ প্রয়াস উপন্যাস
‘সংলাপ’।

তথ্যসূত্র: .২০১৮  সালে প্রকাশিত   ‘’সংলাপ’    গ্রন্থ থেকে সংকলিত।