দিপল কান্তি বিশ্বাস দুর্জয় (dipol kanti biswas durjoy)

প্রথম পাতা » জীবনী » দিপল কান্তি বিশ্বাস দুর্জয় (dipol kanti biswas durjoy)


দিপল কান্তি বিশ্বাস (দুর্জয়)


দিপল কান্তি বিশ্বাস (দুর্জয়) তিনি বাংলাদেশের গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার অন্তর্গত মাহমুদপুর গ্রামে ৭ই ডিসেম্বর ১৯৭৯ সালে জন্ম গ্রহণ করেন। পিতা দুলাল বিশ্বাস ও মাতা রমা রানী বিশ্বাস। প্রাথমিক পাঠ মায়ের পাঠশালাতেই ও মামুদপুর প্রাথমিক বিদ্যালয়ে শেষ করে ঐতিহ্যবাহী ওড়াকান্দী মীড উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হন এবং এই বিদ্যালয় থেকেই ১৯৯৫ সালে এস.এস.সি এবং ১৯৯৭ সালে রামদিয়া শ্রী কৃষ্ণ কলেজ থেকে এইচ,এস,সি পাশ করেন। তিনি ২০০০ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিনস্ত বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজ থেকে বিএ অনার্স এবং ২০০১ সালে মাষ্টার ডিগ্রি লাভ করেন। তিনি ২০০৪ সালে ইংলিশ লাংগুয়েজ ইউ.এস.পিচ ক্রপস বাংলাদেশ থেকে কৃতিত্বের সহিত ইংলিশ ল্যংগুয়েজ কোর্স কমপ্লিট করেন। ২০০৭ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিনস্ত বি.এড ডিগ্রি অর্জন করেন। তিনি কর্মজীবন শুরু করেন কলেজে প্রভাষক পদে অধ্যাপনার মাধ্যমে। তিনি লিখেছেন বহু প্রবন্ধ, নাটক, ছোট গল্প, উপন্যাস ও কবিতা। এছাড়াও তিনি রচনা করেছেন মতুয়া সংগীত। তাঁর প্রবন্ধ ও অন্যান্য গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য ১. প্রবন্ধ- মতুয়া দর্শন ও শিক্ষা দর্শনে রাজর্ষি শ্রীশ্রী গুরু চাঁদ ঠাকুর ২. দ্বাদশ দর্শনে শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুর ৩. শ্রীশ্রী গুরুচাঁদ ছাত্রাবাস গোপালগঞ্জের ছাত্র নির্দেশিকা ৪. আশার বালু চরে আমি একা ৫. জীবন আলেখ্য রচিত গ্রন্থ- মামুদ পুর যাত্রা শিল্পের একাল সেকাল। ৬. একজন সনদ বিহীন মুক্তিযুদ্ধা ৭.আমার মায়ের পাঠশালা (গ্রন্থটি কবির একটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ) ৮. বাবারা ভীষণ বোকা হয় ৯. সঙ্গীত গ্রন্থ- শ্ৰীশ্ৰী হরি গুরু মতুয়া সঙ্গীত। ইতিমধ্যে তিনি গাঙচিল আজীবন সদস্য সম্মাননা-২০১৯, বড় বাবু ভাষা রাম পদক-২০১৮ এবং শ্রীশ্রী গুরুচাঁদ ছাত্রাবাস গোপালগঞ্জ থেকে গুরুচাঁদ সম্মাননা পদক-২০১৯ এবং বঙ্গবন্ধু জন্মশত বার্ষিকী উপলক্ষে মুজিব সম্মাননা পদক-২০২০ লাভ করেন। তিনি সুন্দরবন গাঙচিল সাহিত্য সম্মেলন’২২ এ বঙ্গকথা আন্তর্জাতিক সাহিত্য সম্মাননা-২০২২ লাভ করেন এবং ব্রহ্মপুত্র সাহিত্য সম্মাননা- ২০২৩ লাভ করেন। তিনি শ্রীশ্রী হরিচাঁদ গুরুচাঁদ সংঘ গোপালগঞ্জের আজীবন সদস্য ও ঘোষের চর সার্বজনীন কেন্দ্রীয় পূর্ণব্রহ্ম শ্রীশ্রী হরিচাঁদ গুরুচাঁদ মন্দির ও গুরুচাঁদ ছাত্রাবাসের আজীবন সদস্য পদ লাভ করেন। তিনি গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ গোপালগঞ্জ জেলা শাখার সম্মানিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি পারিবারিক জীবনে মতুয়া শ্রী জহরলাল মন্ডলের কনিষ্ঠ কন্যা শান্তি মন্ডলের সাথে ২০১৭ সালের ৭ জুলাই বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাঁদের একটি কন্যা সন্তান স্নিগ্ধা বিশ্বাস (দুর্গা) ও একটি পুত্র সন্তান স্বর্গ বিশ্বাস রয়েছে। “বাবারা ভীষণ বোকা হয়” কবি দিপল কান্তি বিশ্বাস (দুর্জয়) এর প্রকাশিত নতুন গ্রন্থ।
তথ্যসূত্র: .২০২৩ সালে প্রকাশিত   ’বাবারা ভীষণ বোকা হয়’  গ্রন্থ থেকে সংকলিত।