ফজলুর রহমান বকুল (fazlur rahman bokul)

প্রথম পাতা » জীবনী » ফজলুর রহমান বকুল (fazlur rahman bokul)


ফজলুর রহমান বকুল


ফজলুর রহমান বকুল  ২০শে ফেব্রুয়ারি ১৯৯২ খ্রিস্টাব্দে ৮ই ফাল্গুন ১৩৯৮ বঙ্গাব্দ বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার মাঝিরা ইউনিয়নের কলমাচাপর গ্রামে জন্মগ্রহণ করেন। পিতার নাম আবু বক্কর সিদ্দিক, মাতার নাম বিলকিস বেগম । অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন বকুল, কিন্তু সাংসারিক টানাপোড়েন ও কঠোর অভাবের কারণে তিনি নিয়মিতভাবে স্কুলে পড়াশোনা করতে পারেননি। নিদারুণ অভাবের কারণে বারো বছর বয়স থেকে তিনি জীবিকা বেছে নিতে বাধ্য হন। ঢাকা নিউ মার্কেটে একটি প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় সেই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী কাজী নাসির উদ্দিন বইখাতা কিনে দিয়ে বকুলের পড়াশোনার দায়িত্ব নেন। বহুমাত্রিক গুণের অধিকারী কাজী নাসির উদ্দিন ছিলেন একাধারে কবি, ছড়াকার, লেখক, চিত্রশিল্পী ইত্যাদি। কাজী নাসির উদ্দিনের কাছেই বকুলের কবিতা লেখার হাতেখড়ি হয়। বর্তমানে বকুল ফাস্ট ফুডের ব্যবসার পাশাপাশি নব সাহিত্য প্রকাশনী সংস্থার কাজ করে যাচ্ছেন নিরলসভাবে। তিনি স্বাধীনতা পুরস্কার ও একুশে পদকপ্রাপ্ত কবি নির্মলেন্দু গুণ, বাংলা একাডেমির মহাপরিচালক ও একুশে পদকপ্রাপ্ত কবি হাবীবুল্লাহ সিরাজী, একুশে পদকপ্রাপ্ত কবি অসীম সাহা, বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত সভাকবি ও ছড়াকার আসলাম সানী-
তথ্যসূত্র: ২০২৩ সালে প্রকাশিত  ‘কেউ পৌঁছে দাও’ গ্রন্থ থেকে সংকলিত।