এস এম শাহাব উদ্দিন (S.M Shahab uddin)

প্রথম পাতা » জীবনী » এস এম শাহাব উদ্দিন (S.M Shahab uddin)


 এস এম শাহাব উদ্দিন

এস এম শাহাব উদ্দিন

লেখক পরিচিতি : শুরুটা একজন গল্পকার হিসেবে। শৈশব থেকেই গল্প শোনা আর গল্প বলার প্রতি ভীষণ ঝোঁক ছিল।এই ঝোঁকটাই যে তার জীবনের গতিপথ পাল্টে দেবে, জানতেন না তিনি। ১৯৭২ই জাসদের সাপ্তাহিক পত্রিকা মশাল এ প্রথমবারের মতো কবিতা ও ছোট গল্প প্রকাশিত হয়। সেই শুর। ১৯৮৬ সালে গল্পকার হিসেবে চলচ্চিত্রে অভিষেক। তিনি এস এম শাহাব উদ্দিন। তার জন্ম ১৯৫৮ সালের ১২ই ফেব্রুয়ারী নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন ভোলাইল গ্রামের কাশিপুর ইউনিয়নের এক ঐতিহ্যবাহী মুসলিম সম্ভ্রান্ত পরিবারে। বাবা শানাল মাদবর, মা কাফুরুন নে। চার ভাই তিন বোনের মধ্যে তিনি সবার বড় সন্তান। শুধু কী তাই? সামাজিক কর্মকান্ডেও তিনি বিস্তর ব্যস্তড় থাকে। কৃষক সমবায় সমিতি (এলপিপি), ভোলাইল কেন্দ্রীয় জামে মসজিদ, ভোলাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়, উচ্চরন সাহিত্য ও সামাজিক সংসদ নারায়ণগঞ্জ, মাজেদা আলকাছ ফাউন্ডেশন-ঢাকাসহ নানামুখী সংগঠনের সংগে তিনি জড়িত রয়েছেন সাফল্যের সঙ্গে। চলচ্চিত্র, প্যাকেজ নাটক, বিজ্ঞাপনচিত্র নির্মাণের পাশাপাশি বেশ কিছু বইও বাজারে এসেছে এস এম শাহাব উদ্দিনের। ২১শে বইমেলায় মুক্তিযুদ্ধের নাট্যগ্রন্থ রক্তের আলপনা, প্রেম দ্রোহের ঢেউ, বিজ্ঞান কল্প কাহিনীঃ দি হ্যান্ড ক্লোজ ডায়মন্ড গ্যান্ড, ছোট গল্প দুখাইয়ের কবলে সাত বোন পরী, ইতিহাসভিত্তিক রচনা ইতিহাসে অমর যারা (পলাশী থেকে রেসকোর্স), শিশুতোষ গ্রন্থ সিনড্রেলা, আম্মু তুমি ভেরি গুড, চাকরানি ভূত বাদশা, উপন্যাস- জনম জনম তোমাকে চাই, মহামতি মোগল সম্রাট আকবর দ্যা গ্রেট, বঙ্গবন্ধু শেখ মুজিব মাই হাট, নাট্যগ্রন্থ- একাত্তরের ১১ সেক্টর কমান্ডার; কল্যাণে প্রচুর প্রশংসা কুড়িয়েছেন। নিজের কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন সংস্থা থেকে সন্মাননা ও অন্যান্য পুরষ্কার পেয়েছেন তিনি। এর মধ্যে প্রতিভা প্রকাশনের লেখক সম্মাননা পুরষ্কার, দি হিউম্যান রাউটস রিপোর্টার্স ক্লাব পুরষ্কার, মাইকেল মধুসূধন দত্ত পুরষ্কার ও সংশপ্তক আয়োজিত সত্যজিৎ রায় স্মৃতি পুরষ্কার প্রভৃতি অন্যতম।