ড. মো. গোলাম মোস্তফা (dr.md.mostofa mohammad)

প্রথম পাতা » জীবনী » ড. মো. গোলাম মোস্তফা (dr.md.mostofa mohammad)


ড. মো. গোলাম মোস্তফা


ড. মো. গোলাম মোস্তফা  বগুড়া জেলার শেরপুর থানার ফুলবাড়ি গ্রামে এক সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইডি ডিগ্রি লাভ করেন। তিনি একই বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ২০০৭ সাল পর্যন্ত অধ্যাপনায় নিয়োজিত ছিলেন। বর্তমানে তিনি গবেষণাধর্মী প্রতিষ্ঠান FIITS FOUNDATION-এর চেয়ারম্যান। বাংলা ভাষা-সাহিত্য-সংস্কৃতি-কবিতা বিষয়ক প্রকাশিত গ্রন্থের সংখ্যা দশটি।
তথ্যসূত্র: .২০২৩ সালে প্রকাশিত  ‘ক্যামেরার চোখে দেখা পদ্মাসেতু’  গ্রন্থ থেকে সংকলিত।