নন্দিনী লুইজা (nandini luiza)

প্রথম পাতা » জীবনী » নন্দিনী লুইজা (nandini luiza)


নন্দিনী লুইজা

নন্দিনী লুইজা   জন্ম ১৮ ই মার্চ ১৯৬৭ সাল পাবনা জেলার মাতুলালয়ে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। রসায়নবিদ ও নির্ভীক মুক্তিযোদ্ধা মোঃ আমির হোসেন ও আকলিমা খাতুনের এক কন্যা ও চার পুত্রের মধ্যে দ্বিতীয় সন্তান লুইজা । লুইজার বাল্য ও শৈশব কাটে পাবনা ও বগুড়া জেলায়।কলেজ জীবনে সক্রিয় ভাবে রাজনীতিতে পদার্পন । সেখান থেকে বিশ্ববিদ্যালয় জীবন । তিনি ৮৫’৮৬ সেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে ভর্তি হন । সেখানে রাকসু নির্বাচনে ছাত্র সংগ্রামের ব্যানারে তাপসী রাবেয়া হলের ভিপি পদে তিনি নির্বাচন করেন। নন্দিনী লুইজা ”কঁচি কণ্ঠ স্কুল, বগুড়া,, ”শিশু মেলা বিদ্যালয়, বগুড়া, ও দিনাজপুর কালেক্টরেট স্কুল,‘এই তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হিসেবে কাজ করেছেন । এরপর ”মোহাম্মদপুর প্রিপেটরী স্কুল এন্ড কলেজ, ঢাকা,,, ”মেট্টোপলিটন কলেজ, পুরানা পল্টন, ঢাকা, ”বিকল্প মডেল কলেজ, ফার্মগেট, ঢাকা,, ও “দিনাজপুর টিচার্স ট্রেনিং কলেজ, দিনাজপুর, ইত্যাদি শিক্ষা প্রতিষ্ঠানে তিনি শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন । বর্তমানে তিনি ”প্রাইম টিচার্স ট্রেনিং কলেজ (ন্যাশনাল ইউনিভার্সিটি এফিলিয়েটেড), ধানমন্ডিতে স্থায়ী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। তিনি ২০১৭ সালে সংসপ্তক শিশু কিশোর সংগঠন কতৃর্ক “পল্লীকবি জসীমউদ্দীন পদক ২০১৭, এ ভূষিত হন । তিনি নারী জাগরণের স্বীকৃতি সরূপ আমরা কুঁড়ি’ জাতীয় শিশু কিশোর সংগঠন কর্তৃক আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে ফেমিকেয়ার ”আলোকিত নারী ২০১৮, সম্মাননা লাভ করেন।

তথ্যসূত্র: .২০২৩  সালে প্রকাশিত  ‘অনু কথামালা’   গ্রন্থ থেকে সংকলিত।