ফারহানা রুমিন (farhana rumin)
প্রথম পাতা » জীবনী » ফারহানা রুমিন (farhana rumin)
ফারহানা রুমিন সুরসম্রাট উস্তাদ আলাউদ্দিনের জন্মভূমি তিতাসবিধৌত ব্রাহ্মণবাড়িয়া শহরে জন্মগ্রহণ করেন। তার শৈশব ও কৈশোর কেটেছে ব্রাহ্মণবাড়িয়া ও রাজধানী ঢাকা শহরে। ছোটবেলা থেকেই ফটোগ্রাফি ও ছবি আঁকার প্রতি ঝোঁক ছিল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভূগোল ও পরিবেশ বিভাগে পড়াকালীন তার তোলা ছবি ঢাকার দৃক গ্যালারিতে প্রদর্শিত হয়েছে। জীবনের প্রতি বাঁকে বাঁকে তিনি পর্যটক হিসেবে ঘুরেছেন দেশে ও বিদেশে, একই সাথে ক্যামেরায় ধারণ করেছেন প্রকৃতি, পরিবেশ ও জীবনকে । সেই সকল ছবি থেকে বাছাইকৃত কিছু ছবি নিয়ে প্রকাশিত হয়েছে “নৈঃশব্দ্যের গুঞ্জরন” গ্রন্থটি ।
পেশাগত জীবনে তিনি একজন সফল প্রচ্ছদ শিল্পী এবং প্রুফ রিডার। ব্যক্তিজীবনে এক পুত্র সন্তানের জননী ।
“ছায়াময়ী” তার প্রথম প্রকাশিত গ্রন্থ ।
তথ্যসূত্র: .২০২৩ সালে প্রকাশিত ’নৈঃশব্দ্যের ণ্ডঞ্জরন’ গ্রন্থ থেকে সংকলিত।