সজিতা সমদ্দার হাওলাদার (sajita samadder howlader)

প্রথম পাতা » জীবনী » সজিতা সমদ্দার হাওলাদার (sajita samadder howlader)


সজিতা সমদ্দার হাওলাদার

সজিতা সমদ্দার হাওলাদার  গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ উন্নয়ন পরিষদে কর্মরত। ১ অক্টোবর ১৯৫৪ সালে বৃহত্তর বরিশালের মঠবাড়িয়া উপজেলার গুলিসাখালী গ্রামে জন্মগ্রহণ করেন। তের বছর বয়স থেকেই তিনি শিশু সংগঠন খেলাঘর আসরের একনিষ্ঠ কর্মী হিসেবে কাজ করেন । এ সংগঠনটির সাথে স্বদেশি আন্দোলনের স্বনামধন্য নেত্রী সবার প্রিয় মাসীমা মনোরমা বসুর সাথে সরাসরি জড়িত ছিলেন । মাসীমার মাতৃমন্দির স্কুলে এ সংগঠনের দপ্তর থাকার কারণে প্রথমদিনই তাঁর সাথে পরিচিত হন । ঐ ছোট্ট বয়স থেকেই মাসীমার অনুপ্রেরণায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এবং বাংলাদেশ মহিলা পরিষদে একনিষ্ঠভাবে কাজ শুরু করেন । এইচএসসি পড়তে পড়তেই কমিউনিস্ট পার্টির সদস্যপদ লাভ করেছিলেন । তিনি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এবং বাংলাদেশ মহিলা পরিষদ এ তিনটি সংগঠনেরই বরিশাল জেলা কমিটির সদস্য ছিলেন ।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা সাহিত্যে অনার্সসহ এমএ । বরিশালের সাপ্তাহিক বিপ্লবী বাংলাদেশ পত্রিকায় মহিলা পাতার সম্পাদিকা হিসেবে কাজ করেন এবং নিয়মিত গল্প লিখতেন । সাপ্তাহিক ললনা’য় ছদ্মনামে এবং দৈনিক সংবাদে ছোটদের পাতায় গল্প লিখতেন । তাঁর প্রথম উপন্যাসের নাম ‘জীবন আলপনায়’ । এবারে প্রকাশিত গ্রন্থের নাম ‘মুক্তিযুদ্ধের কিছু স্মৃতি’ ।

তথ্যসূত্র: .২০১৯  সালে প্রকাশিত  ”মুক্তিযুদ্ধের কিছু স্মৃতি” গ্রন্থ থেকে সংকলিত।