মোতাহার হোসেন (motaher hossain)

প্রথম পাতা » জীবনী » মোতাহার হোসেন (motaher hossain)


মোতাহার হোসেন

মোতাহার হোসেন  ফেনীর দাগনভূঁইয়া উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৬৪ সালের ৩১ ডিসেম্বর জন্মগ্রহণ করেন । মারফত উল্লাহ মিয়া তার পিতা এবং মাতা মোসাম্মৎ মনোয়ারা বেগম । পাচ ভাই এক বোনের মধ্যে তিনি দ্বিতীয় । তিনি ১৯৮০ সালে দাগনভূঁইয়া কামাল আতাতুর্ক আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে কৃষি বিজ্ঞানে এসএসসিতে দ্বিতীয় বিভাগ, নোয়াখালীর কোম্পানিগঞ্জ সরকারি মুজিব মহাবিদ্যালয় থেকে মানবিক বিভাগে
এইচএসসিতে দ্বিতীয় বিভাগ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে বি এ অনার্স সহ এম এ ডিগ্রি অর্জন করেন ।
১৯৮০ সালের প্রথমার্ধে দৈনিক বাংলার বাণীর উপজেলা প্রতিনিধি হিসেবে মফস্বল থেকে সাংবাদিকতায় হাতেখড়ি । তৎকালীন বাংলার বাণীর সহকারি সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগের ঐ সময়কার সভাপতি এবং বর্তমানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতু পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের-এর প্রত্যক্ষ সহযোগিতায় ও অনুপ্রেরণায় সাংবাদিকতা পেশায় আগমন ।

তথ্যসূত্র: .২০১৮ সালে প্রকাশিত   ’বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা’  গ্রন্থ থেকে সংকলিত।