নাজমুল হুদা (nazmul huda)

প্রথম পাতা » জীবনী » নাজমুল হুদা (nazmul huda)


নাজমুল হুদা


নাজমুল হুদা
১৯৮৩ সালের ১৯ জুন নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার আমৈর কান্দাপাড়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন । তার পিতা বীর মুক্তিযোদ্ধা আবু নাঈম, মাতা আছমা বেগম ।
আরিয়ানা হুদা নিকিতা কবির একমাত্র কন্যা ।
তিনি ঢাকা বোর্ডের মালিবাগ কেরামতিয়া উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে ১৯৯৯ সালে এসএসসি ও সোনারগাঁও ডিগ্রী কলেজ থেকে ২০০১ সালে এইচএসসি এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি থেকে কম্পিউটার বিজ্ঞান বিষয়ে ২০০৯ সালে বিএসসি অনার্স ও ২০১২ সালে এমএসসি তে প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন ।
লেখালেখি শুরু ১৯৯৯ সালে । ১৯৯৯ সালে প্রথম লেখা প্রকাশ হয় কবি সংসদ বাংলাদেশ এর মাসিক ঋতু পত্রিকায় । তিনি কবি সংসদ বাংলাদেশ এর সদস্য। বাংলাদেশ ও ভারতের বিভিন্ন লিটলম্যাগ, দৈনিক পত্রিকা, অনলাইন মাধ্যম ও যৌথ কাব্যগ্রন্থে নিয়মিত লিখছেন । ২০০৮ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষকতা করেন । ২০১২ সালে জনতা ব্যাংক লিমিটেড-এর আইটি ডিপার্টমেন্ট এ সিনিয়র অফিসার হিসেবে যোগদান করে বর্তমানে প্রিন্সিপাল অফিসার-আইটি হিসেবে কর্মরত আছেন । প্রকাশিত গ্রন্থ: ছোটদের কম্পিউটার (২০০৯), Introduction To Computer (2009) |
কবিতাগ্রন্থ: অন্তঃস্পর্শ (২০১৬)।
সম্পাদিত কবিতাগ্রন্থ: কাব্য মঞ্জুষা (২০১৬), কাব্য সমারম্ভ (২০১৭), অপ্রতিরোধ্য (২০১৮)।
যৌথ কবিতাগ্রন্থ: প্রিয়তমেষু (২০০১ ও ২০০৬), বৈশাখে রচিত পঙক্তি (২০১৬), ভালোবাসার ১০০ রঙ (২০১৭)।
তথ্যসূত্র: .২০১৮ সালে প্রকাশিত , ‘অপ্রতিরোধ্য’ গ্রন্থ থেকে সংকলিত।