নীলিমা রহিম (nilima rohim)
প্রথম পাতা » জীবনী » নীলিমা রহিম (nilima rohim)
নীলিমা রহিম ৯ জানুয়ারি ১৯৬৯ খ্রিস্টাব্দে নোয়াখালী জেলার অন্তর্গত বেগমগঞ্জ উপজেলার একলাশপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর প্রকৃত নাম মো. আবদুর রহিম। পিতা মো. মফিজ উল্যাহ, মাতা ফুল ভানু। স্ত্রী নাজমুন নাহার (নাজমা), পুত্র ফারাহ্ বিন রহিম আদিত্য এবং কন্যা নাজিয়া রহিম অনন্যাকে নিয়ে তাঁর সুখের সংসার। লেখকের শিক্ষাজীবন ছিল অসাধারণ কৃতিত্বপূর্ণ। তিনি ১৯৯২ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে প্রথম শ্রেণিতে এম.এ. ডিগ্রি লাভ করেন। ১৮ এপ্রিল ১৯৯৫ খ্রিস্টাব্দে ঢাকার তেজগাঁও কলেজে যোগদানের মধ্য দিয়ে বাংলা সাহিত্যে অধ্যাপনা শুরু করেন। অতঃপর বিদেশে বাংলাদেশ এম.এইচ.এম.এইচ.এস. কলেজে দশ বছর অধ্যাপনা করেন । বর্তমানে তিনি সরকারি কলেজে অত্যন্ত সুনামের সঙ্গে অধ্যাপনা করছেন এবং নিরলসভাবে নিজেকে সাহিত্যচর্চায় নিয়োজিত রেখেছেন। তিনি এ পর্যন্ত দেশি বিদেশি বিভিন্ন সাহিত্য সংগঠন থেকে ৬০টিরও অধিক ‘সাহিত্য সম্মাননা স্মারক’ অর্জন করে বাংলা সাহিত্যে নিজেকে কবি হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন । তাঁর অনন্য সৃষ্টি কাব্যগ্রন্থ ‘তুমিই আমার কবিতা’। পত্রোপন্যাস ‘সুরঞ্জনা’ এবং প্রবন্ধ গ্রন্থ ‘রকমারি’ উল্লেখযোগ্য।
তথ্যসূত্র: .২০১৯ সালে প্রকাশিত ’তুমিই আমার কবিতা’ গ্রন্থ থেকে সংকলিত।