এম জামান (m.jaman)

প্রথম পাতা » জীবনী » এম জামান (m.jaman)


এম জামান

এম জামান আশির দশকে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়ায় জন্মগ্রহণ করেন। পিতা নূর মোহাম্মদ এবং মাতা মোসা. মমতাজ বেগম। মিষ্টি মনের আসর নামক সাহিত্য সংগঠনের মাধ্যমে লেখালেখির জগতে হাতেখড়ি। বাংলা সাহিত্যের অন্যতম শক্তিশালী ‘শাখা’ কবিতা, হৃদয়ে ধারণ করেন। দেশ-বিদেশে বিভিন্ন সাহিত্য চর্চা করে আসছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো- স্বরবৃত্ত ছন্দ, মাত্রা বৃত্ত ছন্দ, অক্ষর বৃত্ত ছন্দ, হাইকু, লিমেরিক সাহিত্য চর্চায় নিজেকে নিয়োজিত রেখেছেন। কবির একক কাব্যগ্রন্থ ইকুরিয়া কাব্যগ্রন্থ নামক কবিতার বই অমর একুশে গ্রন্থমেলা ২০২৩-এ প্রকাশ পায়।

তথ্যসূত্র: .২০২৩ সালে প্রকাশিত   ’ইকুরিয়া’ গ্রন্থ থেকে সংকলিত।