জাহাঙ্গীর হোসেন (Jahangir hossain)

প্রথম পাতা » জীবনী » জাহাঙ্গীর হোসেন (Jahangir hossain)


জাহাঙ্গীর হোসেন


জাহাঙ্গীর হোসেন
পিতা: আঃ আউয়াল মিয়া মাতা: সুফিয়া বেগম
জন্ম ফরিদপুর জেলার ভাঙ্গা থানার মুনশুরাবাদ গ্রামে। চার ভাই ও ছয় বোন, ভাইদের মধ্যে বড়। পড়াশুনা ভাঙ্গা পাইলট উচ্চ বিদ্যালয়ে। কর্মজীবন শুরু পোস্ট অফিসে পিয়ন পদে চাকরি করে। বাবার কথায় আবার পড়াশুনা শুরু করেন। এরপর ঢাকার মিরপুরে গার্মেন্ট কোয়ালিটি ইন্সপেক্টর পদে পাঁচ বৎসর কাজ করেন। পরে আবার গ্রামের বাড়ি ফিরে গিয়ে গণশিক্ষা ট্রেনিং নিয়ে শিক্ষকতা শুরু করেন। বর্তমানে ঢাকার একটি প্রতিষ্ঠানে কর্মরত আছেন। তাঁর পূর্বে প্রকাশিত কাব্যগ্রন্থ হল- ‘সভ্যতায় মানব’ ও ‘জীবন সংগ্রাম’। এটি লেখকের তৃতীয় কাব্য গ্রন্থ ।

তথ্যসূত্র:. ২০২১  সালে প্রকাশিত   ’স্বপ্নের কবিতা’  গ্রন্থ থেকে সংকলিত।