মো. জহিরুল হক বিদ্যুৎ ( md.jahirul hoque biddut)

প্রথম পাতা » জীবনী » মো. জহিরুল হক বিদ্যুৎ ( md.jahirul hoque biddut)


কাজী মো. জহিরুল হক (বিদ্যুৎ)


মো. জহিরুল হক (বিদ্যুৎ)
১৯৭২ সালের পহেলা জানুয়ারি ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের হাজারীবাগ থানায় ঢাকার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। কবির গ্রামের বাড়ি গাজিপুর জেলার কালিয়াকৈর উপজেলার বরিয়াবহ গ্রামে। তার পিতা মরহুম কাজী মো. ইসহাক একজন স্বনামধন্য উকিল ছিলেন। কবি ১৯৮৬ সালে বাংলাদেশ রাইফেলস স্কুল থেকে প্রথম বিভাগে কৃতিত্বের সাথে এসএসসি (বিজ্ঞান) পরীক্ষায় উত্তীর্ণ হন এবং ১৯৮৮ সালে সিংগাইর ডিগ্রি কলেজ থেকে এইচএসসি (বিজ্ঞান) পরীক্ষায় অংশগ্রহণ করে প্রথম বিভাগে পাশ করেন। ঢাকা সিটি কলেজ থেকে বিএসসি দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ হন। পরবর্তীতে ‘দি পিপলস ইউনিভা-ি সর্টি অব বাংলাদেশ’ মোহাম্মদপুর, ঢাকা থেকে ইসলামিক স্ট্যাডিজের উপর কৃতিত্বের সঙ্গে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। কবি কর্মজীবনে ১৯৯৭ থেকে ২০০২ সাল পর্যন্ত Arkay group of Compa nies এর Coordination Manager হিসেবে কর্মরত ছিলেন। পরবর্তীতে কবি নিজের ব্যবসায় মনোনিবেশ করেন। ব্যক্তিগত জীবনে কবি বিবাহিত এবং জমজ কন্যা সন্তানের জনক।
তথ্যসূত্র:. ২০১৮ সালে প্রকাশিত  ‘জল জোছনা’ গ্রন্থ থেকে সংকলিত।