নাজমাতুল আলম ( nazmatul alam)

প্রথম পাতা » জীবনী » নাজমাতুল আলম ( nazmatul alam)


নাজমাতুল আলম ( nazmatul alam)

নাজমাতুল আলম
জন্ম ১৯৫০ সাল । নিবাস চট্টগ্রাম। চট্টগ্রাম কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় যথাক্রমে স্নাতক (সম্মান) স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে তিনি বি.এড. ডিগ্রিও অর্জন করেন। সাহিত্যের পাশাপাশি প্রিয় বিষয় ইতিহাস । পেশা শিক্ষকতা।
কর্মক্ষেত্রের ব্যস্ততা এবং ঘরকন্নার হাজারো কাজের মাঝেও নিরন্তর যে তাড়নায় ছুটে চলেছেন তা হল লেখা। ছোট গল্প, প্রবন্ধ, কবিতা আর ছড়ার পাশাপাশি লেখার মাধ্যমে গড়েছেন শিশুদের জন্য
অনন্য এক জগৎ।
আরও একটা জগৎ আছে তাঁর পথ
জুড়ে— সে পথ ভ্রমণের পথ । লেখার পাশাপাশি ভ্রমণের নেশা, সুদূরের হাতছানি— তারই তাগিদে ফাঁক পেলেই বেরিয়ে পড়েন
কখনও দেশে, কখনও দেশের বাইরে । ভ্রমণ কাহিনীর বিভিন্ন পর্ব বিভিন্ন সময় লিখেছেন
‘প্রথম আলো’র ‘ছুটির দিনে’
‘জনকণ্ঠ’. চট্টগ্রামের দৈনিক
পূর্বকোণ’, ‘চট্টগ্রাম মঞ্চ’-এর
পাতায়।

তথ্যসূত্র:. ২০১৮  সালে প্রকাশিত  ‘গোয়া থেকে কোলকাতা’   গ্রন্থ থেকে সংকলিত।