আকমল হোসেন খোকন (akmal hossain khokon)

প্রথম পাতা » জীবনী » আকমল হোসেন খোকন (akmal hossain khokon)


আকমল হোসেন খোকন  (akmal hossain khokon)

আকমল হোসেন খোকন   লেখালেখিতে ১৯৮৪ থেকে। ১৯৮৫ তে সম্পাদনা শুরু করেন লিটল ম্যাগাজিন ‘অর্বাচীন’। ছোটদের জন্য বরাদ্দ করা পাতাগুলোয় লিখতে লিখতে অবচেতনেই বড় হয়ে যাওয়া এই সাহিত্যকর্মী সাংগঠনিক তৎপরতায় ব্যয় করেছেন জীবনের মূল্যবান অনেকগুলো সময়। ফলে যে বয়সে সিরিয়াস পড়াশোনায় কিংবা সিরিয়াস মাস্তানি-রংবাজিতে লোকেরা ব্যস্ত থাকে, সে বয়সে তিনি ‘অর্বাচীন সাহিত্য ফোরাম’, ‘প্রান্তিক মিলন কেন্দ্ৰ’, ‘ইলেভেন বুলেটস স্পোর্টিং ক্লাব’, নাখালপাড়া যুব কল্যাণ সংঘ’ নিয়ে উন্মাতাল । সম্পৃক্ত ছিলেন ‘বঙ্গবন্ধু ছড়া সংসদ’ এর সাথে । শাখা করেছিলেন জাতীয় শিশু কিশোর সংগঠন ‘শাপলা শালুকের আসরে’র।
জন্ম. ০৯ আগস্ট ১৯৬৯, পিংনা, সরিষাবাড়ি, জামালপুর । জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে সম্মানসহ গবেষণা গ্রুপে স্নাতকোত্তর (১৯৯২) শেষে কিছুদিন কাটে ‘বাংলার বাণী’র সাহিত্য পাতার সহকারি হিসেবে । অক্টোবর ১৯৯৫ থেকে জুলাই ১৯৯৮ পর্যন্ত নারায়ণগঞ্জের রূপগঞ্জের সলিম উদ্দিন চৌধুরী কলেজে প্রভাষক হিসেবে কাটিয়ে আগস্ট ১৯৯৮ থেকে আছেন বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজে। মাঝখানে শিক্ষা ছুটি নিয়ে ৯৭’তে ছ’মাসের জন্য লেগে ছিলেন বাংলা একাডেমি’র ‘তরুণ লেখক প্রকল্পে’ । এসময় বেরোয় প্রবন্ধ গ্রন্থ ‘চল্লিশের আলোয় বাংলাদেশের কবিতা’। ২০০০ এর বইমেলায় বেরোয় কবিতার বই তোর জলে নেমেছি কুমির। ২০০১ এর মেলায় এসেছিল গল্পগ্রন্থ মেঘেরা নিশ্চুপ। গবেষণা গ্রন্থ নজরুল কেন প্রাসঙ্গিক এর পাঁচটি সংস্করণ বেরোয় যথাক্রমে ২০০২, ২০০৪, ২০০৫, 2006 3 2018 সালে । অমর একুশে গ্রন্থমেলা উপলক্ষে কবিতা গ্রন্থ আমার সাথে যাবে সমুদ্দুর ২০১১ ও হালটে হাঁটু জলে (২০১২) প্রকাশ পায় । প্ৰকাশ পায় গদ্য ভাবনা শ্রেয়তা ও মিতি’র গল্প (২০১৬) এবং কবিতার বই তুমি কি আমায় ভালবাস (২০১৮)। মাস্টারিই জীবিকা বলে প্রচল বাজারে রয়েছে তাঁর নোট-গাইড গোছের কিছু প্রকাশনাও । এক সময় প্রচুর লিখতেন। প্রচুর দৈনিক- সাপ্তাহিক-পাক্ষিক-মাসিকে । এখন একেবারেই না। অর্বাচীন পদাবলি এ যাবত প্রকাশিত কাব্য গ্রন্থের একটি সংকলন।
তথ্যসূত্র:. ২০১৯ সালে প্রকাশিত  ‘অর্বাচীন পদাবলি’   গ্রন্থ থেকে সংকলিত।