নিবাস বড়ুয়া (nibash barua)
প্রথম পাতা » জীবনী » নিবাস বড়ুয়া (nibash barua)
নিবাস বড়ুয়া চট্টগ্রাম জেলার আওতাধীন কর্ণফুলী নদীর তীর ঘেষা রাউজান উপজেলার পাঁচখাইন গ্রামে নিবাস বড়ুয়ার জন্ম ও শৈশবে বেড়ে উঠা। পিতা অনাদি রঞ্জন বড়ুয়া, মাতা শ্রীমতি সুপ্রভা ময়ী বড়ুয়া। বর্তমানে তিনি ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় বসবাসরত। কৈশোর বয়স থেকে লেখাপড়ার ফাঁকে ফাঁকে সাহিত্যচর্চাও চালিয়ে যান। উক্ত সময়ে কয়েকটি সাময়িকীতে তাঁর লেখাও প্রকাশিত হয়েছিল। ছোটবেলা থেকেই প্রকৃতি ও সব শ্রেণি পেশার মানুষের সাথে এক নিবীড় সম্পর্ক গড়ে উঠে তাঁর কর্মজীবনে মূলত তিনি একজন উর্ধ্বতন ব্যাংক এক্সিকিউটিভ ছিলেন। একপর্যায়ে ব্যাংকিং চাকুরি হতে অবসর গ্রহণ করে অন্য পেশায় কাজ করার পাশাপাশি আবারো সাহিত্যচর্চায় মনোনিবেশ করেন। তাঁর প্রকাশিত একক বইগুলো হলো ‘বিবর্ণ স্বপ্ন’, ‘স্মৃতির ক্যানভাসে’, ‘জ্যোৎস্নায় ঘটবে প্লাবন’, ‘জীবনের গল্প’, ‘ফাগুনের এক বিকেলে’ এবং ‘প্রজাপতি মন’। এছাড়া যৌথ বইগুলো হলো- ‘পঞ্চকবির কাব্যধারা’, ‘গল্পে জীবনের প্রতিচ্ছবি’, ‘কাছে দূরে’, ‘শব্দশৈলী’ এবং ‘প্রিয় বাংলা’ ।
তথ্যসূত্র:. ২০১৮ সালে প্রকাশিত ‘জীবন বৃওে’ গ্রন্থ থেকে সংকলিত।