মোঃ মজিবুর রহমান (md mojibur rahman)

প্রথম পাতা » জীবনী » মোঃ মজিবুর রহমান (md mojibur rahman)


মোঃ মজিবুর রহমান  (md mojibur rahman)

মোঃ মজিবুর রহমান  চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানায় সিংগাইর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে আমার জন্ম। সবুজ শ্যামল গ্রামের মুক্ত বাতাসে আর মাটির গন্ধে বেড়ে ওঠা আমি গ্রামের মায়া ছেড়ে আমার মা বাবার হাত ধরে ঢাকায় চলে আসি । বাংলাবাজার প্যারিদাস রোডে অবস্থিত একটি ছোট্ট পাঠশালার শ্রেণিকক্ষে মাদুরে দুই পা ছড়িয়ে গলা ছেড়ে পড়া আদর্শ লিপির অ, আ দিয়ে আমার শিক্ষাজীবন শুরু । সেই পাঠশালার শ্রদ্ধেয় জগদীশ স্যার আর কানাই স্যারের কথা আজও বিনম্র শ্রদ্ধায় স্মরণ করি।
তারপর সদরঘাটে অবস্থিত ইস্টবেঙ্গল ইনস্টিটিউশন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আঙিনা পেরিয়ে আমি আমার কর্মজীবনে প্রবেশ করি ।
আমার কর্মজীবন শুরু প্রবাসে। লিবিয়া, জাপান ও আমেরিকাতে কর্মজীবনের যান্ত্রিকতায় কখনো কখনো ক্লান্ত হয়ে পড়ি। তাই একদিন ভ্রমণ পিপাসুদের মতো কিছু বই, ক্যামেরা এবং কাঁধে একটি ব্যাগ ঝুলিয়ে বেরিয়ে পড়লাম পৃথিবীর পথে পথে ।
পৃথিবীর নানা ভাষাভাষী মানুষের সাথে মিলে তাদের সুখ- দুঃখ, হাসিকান্না সমস্ত মনপ্রাণ দিয়ে অনুভব করেছি। আবেগদীপ্ত অনুভূতি আমার জীবনের এক দুর্লভ প্রাপ্তি যা আমার মর্ত জীবনে হিরন্ময় স্মৃতির অফুরন্ত ভাণ্ডার হয়ে থাকবে।

তথ্যসূত্র:. ২০১৯  সালে প্রকাশিত  ‘লাল শাড়ি’  গ্রন্থ থেকে সংকলিত।