শাহনাজ খান (shahnaz khan)

প্রথম পাতা » জীবনী » শাহনাজ খান (shahnaz khan)


শাহনাজ খান  (shahnaz khan)

শাহনাজ খান   বাবা আবুল হোসেন খান। মা আনোয়ারা বেগম। ২০ ডিসেম্বর ১৯৭১ সালে চাঁদপুরের ফরিদগঞ্জ খাঁ বাড়িতে জন্মগ্রহণ করেন। লেখাপড়া করেছেন- পলিটেকনিক্যাল সরকারি গালর্স স্কুল, টিএনটি আদর্শ স্কুল, বনানী বিদ্যা নিকেতন, নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়, মিরপুর আইডিয়াল ইন্সটিটিউশন, লালমাটিয়া গার্লস কলেজ ও ঢাকা তেজগাঁও মহিলা কলেজে । স্নাতক পাস করে বর্তমানে ডি এইচ এম এইচ পড়ছেন। ছাত্র জীবন থেকেই লেখালেখি করেন। অবসরে গান, ছবি আঁকা, আবৃত্তি চর্চার সাথে যুক্ত । তাঁর লেখা প্রকাশিত গ্রন্থ সমূহ: অব্যক্ত কথা (কবিতা), গোপন ব্যথা (কবিতা), অবাক দশ ভূতের কাণ্ড (কিশোর গল্প), ছড়ার দেশে (শিশুতোষ), যেন রূপ কথারই গল্পের দেশ (কিশোর গল্প) এবং হাজারো আলাপন (কবিতা)। প্রকাশিতব্য গ্রন্থ: চাঁদপুরের মুক্তিযুদ্ধের ইতিহাস। সাহিত্যে অবদানের জন্য তিনি বিভিন্ন সংগঠন থেকে পুরস্কৃত হয়েছেন । তিনি দৈনিক দেশ জগতের সাহিত্য সম্পাদক, গাঙচিল লেখিকা পরিষদের ঢাকা মহানগরীর সভাপতি, কবিতা মঞ্চের প্রধান পরিচালক, সেন্টার ফর কালচার-এর সদস্য ও গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের আজীবন সদস্য ।

তথ্যসূত্র:. ২০২০ সালে প্রকাশিত  ‘হাজারো  আলাপন’  গ্রন্থ থেকে সংকলিত।