জাহিদুর রহমান বিশ্বাস (jahidur rahman biswas)

প্রথম পাতা » জীবনী » জাহিদুর রহমান বিশ্বাস (jahidur rahman biswas)


জাহিদুর রহমান বিশ্বাস (jahidur rahman biswas)

জাহিদুর রহমান বিশ্বাস   একজন গর্বিত শিক্ষক এবং বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির ‘সভাপতি’। ভাষাশহিদ রফিক, ঊনসত্তরের উত্তাল দিনগুলোর লড়াকু সৈনিক ও শহিদ ইসহাক খান, বহুবিধ সমৃদ্ধ সাংস্কৃতিক ব্যক্তিত্ব খান আতাউর রহমান (খান আতা), প্রণিধানযোগ্য চির অপ্রতিরোধ্য- অপ্রতিদ্বন্দ্বী পল্লীগীতিসম্রাজ্ঞী নীনা হামিদ, যাত্রাশিল্পের পুরোধা-পথিকৃৎ অমলেন্দু বিশ্বাস, সর্বজনশ্রদ্ধেয় মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মুক্তিযোদ্ধা আব্দুল হালিম চৌধুরী (হালিম ক্যাপ্টেন) বেড়ে উঠেছেন যে মাটিতে, পদ্মাবিধৌত সেই ঊর্বর মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় লেখকেরও বড় হয়ে ওঠা
ছাত্রজীবনে প্রয়াত শিক্ষক আব্দুল হালিম (হালিম ভাই) এর উৎসাহে উৎসাহিত হয়ে সহপাঠ্য কার্যক্রমের মাধ্যমে সাহিত্যচর্চার শুভারম্ভ।
কলেজজীবনে অধ্যাপক বেনী মাধব ও অধ্যাপক সৈকত আজগর স্যারের তত্ত্বাবধানে সাহিত্যানুরাগী হয়ে ওঠেন। দেয়াল পত্রিকা, কলেজ ম্যাগাজিনে লেখা ও সম্পাদনা, অসংখ্য কবিতা, ছোটগল্প, শিশুসাহিত্য রচনা করেন। দুটো গল্পসমগ্র ও একটা উপন্যাস প্রকাশের দ্বারপ্রান্তে থাকলেও ‘ফাগুনের আগন্তুক’ লেখকের প্রথম আনুষ্ঠানিক প্রকাশ। সরকারি স্কুলশিক্ষক সহধর্মিণী লুৎফুন নাহার ও একমাত্র সন্তান কম্পিউটার ইঞ্জিনিয়ার রুমিকে নিয়ে তাঁর পারিবারিক জীবন ।

তথ্যসূত্র:. ২০২০ সালে প্রকাশিত  ‘ফাগুনের’ আগন্তুক’  গ্রন্থ থেকে সংকলিত।