শাম্মী নাজ সিদ্দিকী (shammi naz siddique)

প্রথম পাতা » জীবনী » শাম্মী নাজ সিদ্দিকী (shammi naz siddique)


শাম্মী  নাজ সিদ্দিকী (shammi naz siddique)


শাম্মী নাজ সিদ্দিকী

মোহনগঞ্জ উপজেলায় নেত্রকোনা জেলায় ১৯ শে নভেম্বর জন্মগ্রহন করেন। বর্তমানে তাঁর পরিবার সিলেট বিভাগে বসবাসরত। তিনি সিলেট এম সি কলেজে প্রাণিবিদ্যা বিভাগ থেকে B.Sc (Honar’s ) প্রথম শ্রেণি লাভ করেন এবং সরকারি তিতুমীর কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে (সেভেন কলেজ) মৎস্য শাখায় প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন। তাঁর পিতা মরহুম সিদ্দিকুর রহমান তালুকদার একজন বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন এবং মাতা মরহুমা চৌধুরী নাজমা সিদ্দিকী একজন গৃহিনী ছিলেন লেখক সকল ভাই বোনের মধ্যে কনিষ্ঠ ।

তথ্যসূত্র:. ২০১৯ সালে প্রকাশিত ‘’ভুতললৎ’  গ্রন্থ থেকে সংকলিত।