তাহমিনা কোরাইশী(Tahmina quaraishi)

প্রথম পাতা » জীবনী » তাহমিনা কোরাইশী(Tahmina quaraishi)


তাহমিনা কোরাইশী

তাহমিনা কোরাইশী একজন কবি যার কবিতা বিষয়-বৈচিত্র্যে উজ্জ্বল। মধ্য দুপুর তার অষ্টম কাব্যগ্রন্থ। তিনি বিশ্বাস করেন শাশ্বত প্রেম, আঁকেন ভালোবাসার যন্ত্রণা ও আনন্দ এবং অনেক অতীত স্মৃতির কথা।তিনি প্রকৃতি প্রেমিক, প্রকৃতির প্রেমে তিনি মুগ্ধ। জীবন তাঁর কাছে গোলাপের বিছানা নয়। বরং তিনি বেঁচে থাকেন বর্শার ডগায়। জীবন বালির ঘর। তিনি হারিয়ে যাওয়া দিনের জন্য কাঁদেন। সূর্যের আলোর সুগন্ধ ভালোবাসেন, জলের সাথে রয়েছে তার সখ্য। তিনি দেশ প্রেমিক, নিজ দেশকে ভালোবাসেন, নিজ ভাষাকে ভালোবাসেন। জাতির পিতাকে করেন গভীর শ্রদ্ধা, যিনি সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি। তিনি আশাবাদী, সুন্দর ভবিষ্যতের জন্য তিনি অপেক্ষা করেন। তার কবিতার বিষয়-বৈচিত্র আমাদের আকর্ষণ করে। আমরা নিশ্চিত যে পাঠক তার কবিতা পছন্দ করবেন। সুন্দর চিত্র সৃষ্টিকে তিনি দক্ষ। তাঁর শব্দ নির্বাচন মুগ্ধকর। বাংলা ভাষায় রয়েছে তার সুন্দর দখল।তাহমিনা কোৱাইশী আশির দশক থেকে লেখালেখি করছেন। ষাট দশকের শেষ দিক থেকে শিশুতোষ লেখালেখিতে হাতেখড়ি। প্রথম লেখা প্রকাশিত ১৯৬৭। জন্ম ঢাকার শাক্তিনগরে, ১৪ নভেম্বর ১৯৫৪। পৈতৃক নিবাস পাবনা জেলায়। শিতা লুৎফর রহমান খান (প্রয়াত) ও মাতা-সমাজসেবী নূরজাহান খান (প্রয়াত)। স্বামী মুক্তিযোদ্ধা ওমর কোরাইশী (প্রয়াত)। তিনি তিন পুত্রের জননী: তানভীর কোরাইশী, তানিম কোৱাইশী, তাওসীফ কোরাইশী । পুত্রবধূঃ সামিনা কোৱাইশী মাহেনূর কোরাইশী, নাতনী: সামারা ও আফশীন এবং রাজিক তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইনস-এ কমার্শিয়াল কর্মকর্তা হিসাবে দীর্ঘ সাতাশ বছর চাকরি করে স্বেচ্ছায় অবসর নিয়েছেন। কবিতা, গল্প, ছড়া, উপন্যাস, শিশুসাহিত্য মিলিয়ে তাঁর প্রকাশিত গ্রন্থসংখ্যা : ৩০ টি। পুরস্কার ও সম্মাননা: ডাঃ আশরাফ সিদ্দিকী সাঈদা সিদ্দিকী পদক ; নবকল্লোল সাহিত্য পদক, কবি জসীমউদদীন পরিষদ স্বর্ণপদক-ফরিদপুর বাংলাদেশ লেখিকা সংঘ পদক।