সৈয়দ কালিমুল্লাহ (syed kalimullah)

প্রথম পাতা » জীবনী » সৈয়দ কালিমুল্লাহ (syed kalimullah)


সৈয়দ কালিমুল্লাহ (syed kalimullah)


সৈয়দ কালিমুল্লাহ
মরহুম সৈয়দ হাবিবুর রহমান ও নেছারন বেগমের আট সন্তানের মধ্যে তৃতীয়। ১৯৭৫ সালের ৫মে বাগেরহাট জেলাধীন চিতলমারী থানার কুনিয়া গ্রামে জন্ম। পদার্থ বিদ্যায় এম.এসসি শেষ করে আইন বিষয়ে ব্যাচেলর ডিগ্রী লাভ করেন এবং পরবর্তীতে ইংরেজি ভাষা শিক্ষায় এম.এ পাস করেন। শিক্ষা জীবনে বরাবরই মেধাবী ছাত্র হিসেবে প্রতিভার স্বাক্ষর রেখেছেন। বর্তমানে তিনি সহকারী কর কমিশনার হিসেবে আয়কর বিভাগে কর্মরত। স্বপ্ন দেখেন অসহায় মানুষের জন্য কিছু করার। অনন্ত প্রতীক্ষা’র মাধ্যমেই লেখালেখির জগতে প্রবেশ ।
তথ্যসূত্র:  ২০১৮  সালে প্রকাশিত  ‘মফিজ মিয়ার ঢাকা সফর’  গ্রন্থ থেকে সংকলিত।