শামছুন নাহার (shamsun nahar)
প্রথম পাতা » জীবনী » শামছুন নাহার (shamsun nahar)শামছুন নাহার
জন্ম ঢাকা জেলার সাভার থানার ভাদাইল গ্রামে ।
জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং ময়মনসিংহ ভেটেরিনারী ইন্সটিটিউটে বর্তমানে পশুসম্পদ
অধ্যয়ন শেষে অধিদপ্তরে কর্মরত। বাবা জালাল উদ্দিন আহমেদ-এর নাটকে সংশ্লিষ্টতার সুবাদে সৃজনশীল কর্মকান্ডে সম্পৃক্ততা। স্কুলজীবন থেকেই লেখালেখির প্রতি প্রচন্ড ঝোঁক ছিল। ছাত্র জীবনে বিভিন্ন কলেজ ম্যাগাজিন, সাংস্কৃতিক সংগঠন কর্তৃক প্রকাশিত সাময়িকীতে কবিতা প্রকাশ পেলেও জাতীয় পত্রিকায় কবিতা ভালবাসার মধ্য দিয়ে প্ৰথম আত্মপ্রকাশ । বেগম পত্রিকাসহ বেশ ক’টি জাতীয় পত্রিকায় এযাবৎ কবির অনেকগুলো কবিতা প্রকাশ পেয়েছে। অধ্যয়ন জীবনে তিনি সৃজনী পাঠাগার প্রতিষ্ঠার পাশাপাশি “উদ্দীপন” নামে একটি প্রকাশনার সম্পাদনার দায়িত্ব পালন করেছেন ।
তথ্যসূত্র: ২০০১ সালে প্রকাশিত ‘ভালবাসার নীলদুয়ার’ গ্রন্থ থেকে সংকলিত।