মাহমুদা বেগম ( mahmuda begum)

প্রথম পাতা » জীবনী » মাহমুদা বেগম ( mahmuda begum)


মাহমুদা বেগম ( mahmuda begum)

মাহমুদা বেগম এর এটাই প্রথম পদচারণা। কবিতা পড়া এবং আবৃত্তি পছন্দ করার মাধ্যমেই কবিতা লেখার আগ্রহ জন্মে। প্রিয়জনদের অনুপ্রেরণাতেই আজকের এই কাব্যগ্রন্থের প্রকাশ । গার্হস্থ্য অর্থনীতিতে মাস্টার্স সহ টি টি সি থেকে বি.এড ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট থেকে এম.এড ডিগ্রি লাভ করেন। তার পিতা ডাঃ মোঃ আঃ মতিন কর্মজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার ছিলেন । মাতা খাদিজা মতিন পরিবার পরিকল্পনা এবং রেইনবো নারী ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের মাষ্টার ট্রেইনার । একমাত্র বড় ভাই— নারী ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। মাহমুদা সিমু ঢাকার অধিবাসী। তাঁর স্বামী কাজী মোঃ জহিরুল হক বিদ্যুৎ একজন কবি ও সাহিত্যিক। কবি মাহমুদা বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা পেশায় কর্মরত ও শিক্ষা ও সাহিত্য নিয়ে বিভিন্ন গবেষণামূলক কাজে নিয়োজিত আছেন।

তথ্যসূত্র: ২০১৮  সালে প্রকাশিত  ‘অন্তহীন আনন্দের অনন্ত যাএা’ গ্রন্থ থেকে সংকলিত।