লুবনা আক্তার সুমী (lubna akter sumi)

প্রথম পাতা » জীবনী » লুবনা আক্তার সুমী (lubna akter sumi)


লুবনা আক্তার সুমী (lubna akter sumi)

লুবনা আক্তার সুমী  জন্ম ২০ এপ্রিল নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার তল্লাতে। তাঁর পিতা বীর মুক্তিযোদ্ধা মো. আলী নূর মিয়া এবং মাতা মোসাম্মৎ নাসিমা বেগম। ২০০৭ সালে এসএসসি, ২০১০ সালে এইচএসসি এবং ২০১৩ সালে বিএসএস সম্পন্ন করে বর্তমানে শিক্ষকতার সাথে যুক্ত। তিনি জাতীয় সাংস্কৃতিকধারা নারায়ণগঞ্জ শাখার সহ-সাধারণ সম্পাদক, জাতীয় শিক্ষাধারা কেন্দ্রীয় কমিটির নারী বিষয়ক সম্পাদক এবং সেভ দ্য রোড কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালরে পাশাপাশি স্বাধীনতার পক্ষের বিভিন্ন সাহিত্য-সাংস্কৃতিক ও সামাজিক কর্মকান্ডে নিবেদিত রয়েছেন । নতুন এই সাহসী প্রজন্মের সাহিত্যিক-সাংস্কৃতিক ব্যক্তির প্রিয় কাজ কবিতা লেখা ও পড়া। সমাজের পাশাপাশি নিপীড়িত-নির্যাতিত মানুষের জন্য নিরন্তর রাজপথে থাকা। যাতে করে বায়ান্নর ভাষা আন্দোলন, একাত্তরের মুক্তিযুদ্ধের মূল চেতনা আলোর মুখ দেখে।

তথ্যসূত্র:   ২০১৮  প্রকাশিত  সালে  ‘বিজয় সুর্য’   গ্রন্থ থেকে সংকলিত।