দিলরূবা জ্যাসমিন (dulruba jasmin)

প্রথম পাতা » জীবনী » দিলরূবা জ্যাসমিন (dulruba jasmin)


দিলরূবা জ্যাসমিন (dulruba jasmin)


দিলরূবা জ্যাসমিন  পৈতৃক নিবাস ভোলা জেলার লালমোহন উপজেলায় । জন্ম : ০১ অক্টোবর (লালমোহন) । বাবা: এ.কে.এম শাহ্জাহান মিয়া (মরহুম)। মা: মোসাম্মৎ উম্মল বতুল (মরহুমা)।
ভাললাগা আর ভালবাসার অনুরণন থেকেই সাহিত্যের সাথে যোগসূত্রতা । কোনরকম প্রাপ্তি আর প্রত্যাশার মোহময়তায় নিজেকে না জড়িয়েই নিরলসভাবে সাহিত্যচর্চা করে যাচ্ছেন । সাহিত্যের সব ক্ষেত্রেই মোটামুটি বিচরণ তাঁর ।

রোদেলা” হলো স্মৃতিকথা ।
প্রকাশিত অন্যান্য গ্ৰন্থসমূহ ঃ
‘সুখেরা আমার দুঃখেরা আমার’ (কাব্যগ্রন্থ); ‘যায় দিন একাকী’ (কাব্যগ্রন্থ); ‘অন্বেষা’ (প্রবন্ধ গ্রন্থ); ‘আকাশলীনা’ (গল্পগ্রন্থ); ‘বিকেলে ভোরের ফুল’ (কাব্যগ্রন্থ); ‘পদ্ম পাতায় শিশির’ (পত্রকথা); “নীল
জোছনায় কালো গোলাপ” (পত্রকথা)।
পেশাগত জীবনে বাংলা ভাষা ও সাহিত্যের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (করিমুন্নেছা-হাফিজ মহিলা ডিগ্রি কলেজ, লালমোহন, ভোলা)।
এছাড়া অনলাইন পত্রিকা বিডিমিরর ৭১.কম (bdmirror71.com)-এর নির্বাহী সম্পাদক । শিক্ষা ও সংস্কৃতি মন্ত্রণালয় কর্তৃক ১৯৮৯ ইং সালে কবিতায় পুরস্কার প্রাপ্তি ।
২০০২ইং সালে শ্রেষ্ঠ কলেজ শিক্ষক নির্বাচিত (গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত জাতীয় শিক্ষা সপ্তাহ ২০০২)।
তথ্যসূত্র: ২০১৮ সালে  প্রকাশিত রোদেলা”  ’ গ্রন্থ থেকে সংকলিত।