আঞ্জুমান রোজী (anjuman rosy)

প্রথম পাতা » জীবনী » আঞ্জুমান রোজী (anjuman rosy)


আঞ্জুমান রোজী (anjuman rosy)


আঞ্জুমান রোজী  কবিতা দিয়ে যার শুরু, কবিতার অনুরণনে যার জেগে উঠা সকাল সন্ধ্যা সাঁজে। লেখনীর স্রোতে যার কবিতায় কবিতায় ঢেউ খেলা যায় আজ তারই লিখায় সজল রংয়ের ধারায় জীবননিষ্ঠ বর্ণিল কথকথার আলপনা, বলতে গেলে কল্পকলায় অল্পকথার গল্পবলা। জীবনের বিভিন্ন সময়ের কঠিন বাস্তবতার টানাপোড়েনের কাহিনী নিয়ে সাজানো গল্পগুলো। যেখানে জীবন শুধু প্রশ্নই তুলে, উত্তর খুঁজে পাওয়া ভার।
লিখার যাত্রা শুরু সেই ছোট্ট বেলা থেকে। অযত্ন আর অচর্চার কারণে লিখার ধারাবাহিকতা রক্ষা করতে পারেননি তেমন। তারপরেও অবচেতন মনে উঁকি মেরে গেছে কখনো-সখনো শব্দের পায়রাগুলো ভাব কুঠুরিতে। এমনি বৃত্ত থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন আঞ্জুমান রোজী তার স্বকীয়তার বহিঃপ্রকাশের অভিপ্রায়ে এলোমেলো শব্দগুলো নিয়ে মালা গেঁথে কবিতার আদলে, কখনও গল্পের আদলে।
আঞ্জুমান রোজীর আত্মপ্রকাশ হয় ‘এক হাজার এক রাত’ কাব্যগ্রন্থ দিয়ে। প্রকাশ হয় ২০১১ সালের অমর একুশে বই মেলায় ।
ইতিমধ্যে তার বেশ কিছু কবিতা গল্প বিভিন্ন পত্র-পত্রিকায় ছাপানো হয়েছে। অনলাইনে পত্রিকায় তার কবিতা নিয়মিত যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর ডিগ্রি প্রাপ্ত আঞ্জুমান রোজী মর্তমানে টরেন্টো নিবাসী। লেখালেখির পাশাপাশি তিনি আবৃত্তি এবং উপস্থাপনার কাজও করে যাচ্ছেন সুচারুভাবে। আবৃত্তি সংগঠন কণ্ঠশীলনের এক একনিষ্ঠ সদস্য ছিলেন।
তথ্যসূত্র: ২০১২ সালে প্রকাশিত  ‘মূর্ত মরণ মায়া’  গ্রন্থ থেকে সংকলিত।