ইমরান আকন্দ (imran akand)

প্রথম পাতা » জীবনী » ইমরান আকন্দ (imran akand)


ইমরান আকন্দ (imran akand)

ইমরান আকন্দ
জন্ম ১৬ মে ১৯৯২ খ্রিষ্টাব্দে নরসিংদী জেলার বেলাবো উপজেলার ভাবলা গ্রামে । পিতা মরহুম এমদাদুল হক আকন্দ (মাস্টার), মা ফাতেমা বেগম। তিনি পুরকৌশল বিভাগে স্নাতক (সম্মান) ডিগ্রি অর্জন করেন। বর্তমানে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) এর এসোসিয়েট মেম্বার । তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা পাঁচ। তাঁর রচিত গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- শামসুর রাহমান : কাব্য ও জীবন, শহীদ নূর হোসেন এক জীবন্ত পোস্টার । তিনি যুক্ত আছেন বিভিন্ন সামাজিক ও সাহিত্য সংগঠনের সঙ্গেও। বেশ কিছুদিন সিলেট প্রথম আলো বন্ধুসভার ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে ঢাকা মহানগর বন্ধুসভার সঙ্গে যুক্ত। সিলেট জেলার টিআইবির ইয়েস গ্রুপের সদস্য হিসেবেও কাজ করেন। সাহিত্য আন্দোলনে তারুণ্য শক্তির একনিষ্ঠ কর্মী হিসেবে ব্যাপক পরিচিতি তাঁর। স্টামফোর্ড ইউনিভার্সিটি সাহিত্য ফোরামের প্রতিষ্ঠাতা সদস্যদের অন্যতম। তিনি সংগঠনটির প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক ও পরবর্তী সময়ে সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সংগঠন চারুকণ্ঠ আবৃত্তি সংসদের সঙ্গে কাজ করেছেন । সামাজিক সংগঠন ‘জাগ্রত বিবেক’ এর প্রতিষ্ঠাতা সভাপতি ।
তথ্যসূত্র: ২০২০  সালে প্রকাশিত  ‘বিপ্লবী নূর হোসেন’  গ্রন্থ থেকে সংকলিত।