এম শরীফ ভূঞা (m sharif bhuiyan)

প্রথম পাতা » জীবনী » এম শরীফ ভূঞা (m sharif bhuiyan)


এম শরীফ ভূঞা (m sharif bhuiyan)

এম শরীফ ভূঞা  নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের বক্স আলী ভূঞা বাড়ির এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৯১ সালের ০৪ মার্চ জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম মোহাম্মদ ফারুক ভূঞা ও মাতা শেখ জোছনা আরা বেগম। শৈশব-কৈশোর নোয়াখালীতে অতিবাহিত হলেও তারুণ্য কাটিয়েছেন দাগনভূঞা ও ফেনীতে। থানারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ম শ্রেণি, মাধ্যমিকে মুছাপুর উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা শুরু করে রামনগর কে.এম.সি (রঃ) উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। ইকবাল মেমোরিয়াল কলেজ থেকে এইচএসসি, ফেনী সরকারি কলেজ থেকে স্নাতক, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে ব্যবস্থাপনা বিষয়ে মাস্টার্স সম্পন্ন করেন । এছাড়া ফেনী ল’ কলেজ থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন।
অধ্যয়নরত অবস্থায় ২০০৮ সাল থেকে বিভিন্ন জাতীয় দৈনিক, সাপ্তাহিক ও মাসিক পত্রিকায় লেখালেখি শুরু করেন। তিনি বিভিন্ন সময়ে সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। বাংলা টিভি, দীপ্ত টিভি, এফ টিভি, দৈনিক দিনের শেষে, দৈনিক আমার সময় পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে কাজ করেছেন।

তথ্যসূত্র: ২০২০  সালে প্রকাশিত  ‘প্রিয় বাবা’ গ্রন্থ থেকে সংকলিত।