মাসুমা মিম ( masuma mim)

প্রথম পাতা » জীবনী » মাসুমা মিম ( masuma mim)


মাসুমা মিম ( masuma mim)

মাসুমা মিম   জন্ম যশোর শহরের লোন অফিস পাড়ায়। বাবা জনাব মাহফুজ ছিলেন একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব। কিন্তু লেখালেখিতে ছিলো মা মঞ্জুরা রহমানের তীব্র অনুপ্রেরণা । ১৯৯০ সালে ছোটগল্পের মাধ্যমে লেখা শুরু করলেও প্রথম প্রকাশিত বইটি উপন্যাস। ১৯৯৫ সাল থেকে লিখে চলেছেন একটানা । প্রকাশিত বইয়ের সংখ্যা ২৩টি। উপন্যাসের পাশাপাশি লিখে চলেছেন শিশুতোষ গ্রন্থ । বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য ২০১৪ সালে পেয়েছেন শেকড়ের সন্ধানে সাহিত্য পুরস্কার। ২০১৬ সালে পেয়েছেন কপোতাক্ষ সাহিত্য পুরস্কার। ২০১৭ সালে পেয়েছেন মাওলানা ভাসানী পিস । এওয়ার্ড। ২০১৮ সালে নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশীপ এওয়ার্ড ও ২০১৯
সালে শেরে বাংলা এ কে ফজলুল হক স্মৃতি সম্মাননা । বর্তমানে তিনি সামাদ মেমোরিয়াল চাইল্ড লার্নিং হোমস নামে একটি কিন্ডারগার্টেন স্কুলে অধ্যক্ষ হিসাবে নিয়োজিত আছেন। সম্পাদনা করছেন জাগ্রত প্রতিভা নামে একটি সাহিত্য সংকলন ।
তথ্যসূত্র:  ২০২০ সালে প্রকাশিত  ‘একুশ বছর পর’  গ্রন্থ থেকে সংকলিত।