সালমা বেগম (salma begum)

প্রথম পাতা » জীবনী » সালমা বেগম (salma begum)


সালমা বেগম (salma begum)

সালমা বেগম  এই সময়ের তারুণ্যদীপ্ত কবি ও কথাসাহিত্যিক। জন্ম ৩০ ডিসেম্বর ১৯৭৩, বাউফল, পটুয়াখালী। বাবা আলহাজ্ব আঃ জব্বার মৃধা এবং মা আলহাজ্ব সালেহা বেগম। বাবা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা তিনি বীরমুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধা কমান্ডার হিসেবে মহান স্বাধীনতাযুদ্ধে ব্যাপক অবদান রেখেছেন। সালমা বেগম সমাজমনস্ক। তিনি লেখালেখির পাশাপাশি সমাজ উন্নয়নে কাজ করে চলেছেন। সালমা বেগম সোনারতরী সমাজ উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। তিনি একজন গীতিকার ।

পুরস্কার/পদক :

সমাজ সেবায় অবদানের জন্য “মহীয়সী মাদার তেরেসা রিসার্চ সেন্টার” কর্তৃক (২০১৭) সাল “মাদার তেরেসা মেমোরিয়াল অ্যাওয়ার্ড” অর্জন। রোহিঙ্গা মুসলিমদের স্মরণে কবিতা লিখে, “হিউম্যান রাইটস্ কালচারাল ফাউন্ডেশন” কর্তৃক জেনারেল ওসমানী সম্মাননা” (২০১৭) “অমর প্রকাশনী” কর্তৃক “মহাত্মা গান্ধী” শান্তি পুরস্কার (২০১৭)। সীমান্ত কালচারাল ফাউন্ডেশন সালমা বেগমকে কবিতা ও কথাসাহিত্যে জ্ঞানতাপস “ড. মুহম্মদ শহীদুল্লাহ” পুরস্কার (২০১৭), “প্রতিভাবান লেখিকা” সম্মাননা (২০১৭), “সেরা ১০ গুণীজন” সম্মাননা (২০১৭) (বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন), সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য “মহান বিজয়” সম্মাননা (২০১৭), কবি ও কথাসাহিত্যে বিশেষ অবদানের জন্য “২১শে” সম্মাননা (২০১৮), পল্লী কবি “জসীম উদ্দিন” সম্মাননা (২০১৮) জাতীয় কবি “কাজী নজরুল ইসলাম” সম্মাননা, কবি ও কথা সাহিত্যে বিশেষ অবদানের জন্য “বেগম রোকেয়া” পদক (২০১৮), সমাজ সেবায় অবদানের জন্য “শ্রেষ্ঠ জয়ীতা” পুরস্কার (২০১৮) অর্জন। বিশ্ব মানবাধিকার স্বর্ণ পদক-২০১৮ অর্জন।


তথ্যসূত্র:
২০১৯ সালে প্রকাশিত  ‘বিশ্ব মমতাময়ী বঙ্গকন্যা শেখ হাসিনা’  গ্রন্থ থেকে সংকলিত।