মীর ফজলে আহমদ চৌধুরী (meer fazle ahmed chowdhury)

প্রথম পাতা » জীবনী » মীর ফজলে আহমদ চৌধুরী (meer fazle ahmed chowdhury)


মীর ফজলে আহমদ চৌধুরী (meer fazle ahmed chowdhury)

মীর ফজলে আহমদ চৌধুরী  জন্ম জানুয়ারি ১৯৪৮। তিনি ঢাকার নবাবপুর গভর্নমেন্ট হাইস্কুল থেকে ১৯৬৩ সালে এস. এস. সি, কায়েদে আযম কলেজ (বর্তমান সোহরাওয়ার্দী কলেজ) থেকে এইচ.এস.সি ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
১৯৭৮ সালে বাংলাদেশ জাতীয় আরকাইভসে জুনিয়র আর্কিভিস্ট হিসেবে চাকরিতে যোগদান করেন এবং ১৯৮৬ সালে ইউনেস্কো ফেলোশিপে লন্ডন ইউনিভার্সিটি থেকে আরকাইভস প্রশাসন ও ব্যবস্থাপনার ওপর উচ্চতর প্রশিক্ষণ গ্রহণসহ ইন্ডিয়া অফিস লাইব্রেরি, পাবলিক রেকর্ড অফিস, হার্টফোর্ট কাউন্টি রেকর্ডরুম ও কেন্ট কাউন্টি রেকর্ডরুমে প্রাচীন নথিপত্র ও দলিল দস্তাবেজ পঠন ও সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন ।

তথ্যসূত্র:  ‘প্রবাদ প্রবচন ও কথা অমৃত’’ গ্রন্থ থেকে সংকলিত।