মনজুর এইচ (Manjur H)

প্রথম পাতা » জীবনী » মনজুর এইচ (Manjur H)


মনজুর এইচ (Manjur H)

মনজুর এইচ  জন্ম বেগম রোকেয়া ও বিবি রাসেলের মতো গূণী ব্যক্তিদের জন্ম স্থান রংপুর বিভাগে ১৯৮২ সালের ৩ ডিসেম্বর । তিনি ছোটবেলা থেকে অত্যন্ত মেধাবী ছিলেন । ছাত্রজীবনের শুরু থেকেই প্রথম স্থান ধরে রেখে রংপুরের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ রংপুর উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং পুলিশ লাইন কলেজ থেকে উচ্চ মাধ্যমিকের গন্ডি পার হন । এরপর তিনি রাজশাহী বিশ্ব বিদ্যালয় হতে সর্বোচ্চ ডিগ্রী অর্জন করে যোগ দেন পার্টেক্স ডেনিম এর মার্কেটিং ডিপার্টমেন্ট এ । বর্তমানে তিনি হামীম গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান হামীম ডেনিম এর ইন্টারন্যাশনাল মার্কেটিং ডিভিশন ও সাপ্লাই চেইন ডিপার্টমেন্টে এ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত আছেন ।

ছোটবেলা থেকেই পড়াশুনার পাশপাশি তিনি সাংস্কৃতিক অঙ্গনে কৃতিত্বের পরিচয় দেন । আবৃত্তি, উপস্থিত ও নির্ধারিত বক্তৃতা, গিটার বাজানো, খেলাধুলাসহ বিভিন্ন প্রতিযোগিতায় অসংখ্য পুরস্কার পান । স্কুল টিভি বিতর্ক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা এবং পরবর্তিতে রাবি এর জিওলজিকাল ডিবেটিং ক্লাবের প্রেসিডেন্ট হন। শুধু তাই নয় বিশ্ববিদ্যালয়েও বিভিন্ন বিষয়ভিত্তিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অসংখ্য পুরস্কার পান । পাশাপাশি বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করে একাধিকবার প্রথম পুরস্কার পেয়েছেন । বিভিন্ন ম্যাগাজিন অনুষ্ঠানে ম্যাজিক প্রদর্শন করে দর্শকদের দৃষ্টি কাড়েন । তিনি প্রথম উত্তরবঙ্গ বিতর্ক উৎসবের আহ্বায়ক ছিলেন । এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিতর্ক ও চাকুরীবিষয়ক কর্মশালা পরিচালনা করেন । তিনি প্রফেশনাল ডিবেট ফেডারেশনের প্রেসিডেন্ট । এছাড়াও সততার মাধ্যমে পেশাগত জীবনে সাফল্য অর্জন করেছেন । যা তাকে এনে দিয়েছিলো ৩বার বেষ্ট এমপ্লোয়ি অফ দ্যা ইয়ার হওয়ার সুযোগ । চাকুরীর সুবাদে তিনি থাইল্যান্ড, চীন, হংকং, ইন্ডিয়া এবং পাকিস্তান ভ্রমণ করেছেন । তার পিতা মো: সেকেন্দার আলী, অবসরপ্রাপ্ত শিক্ষক (শিক্ষকতায় জাতীয় পর্যায়ে স্বর্ণপদকপ্রাপ্ত)। মাতা মনছুরা রহমান শিক্ষকতা পেশায় রয়েছেন ।

তথ্যসূত্র: ২০১৭  সালে প্রকাশিত  ‘স  এর ব্যাকরণ’  গ্রন্থ থেকে সংকলিত।