আভা আলম (উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী)

প্রথম পাতা » জীবনী » আভা আলম (উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী)


আভা আলম
নিবেদিত প্রাণ সঙ্গীত শিল্পী আভা আলমের মাদারীপুর জন্ম  স্থায়ীভাবে বসবাস করেন। উচ্চাঙ্গ সঙ্গীতের কণ্ঠশিল্পী। পিতা হরিপদ দে। সম্ভ্রান্ত হিন্দু পরিবারে জন্ম। পৈতৃক নাম আভা দে। উচ্চ মাধ্যমিক শ্রেণিতে অধ্যয়নকালে গীতিকার ও সঙ্গীতপিপাসু তরীকুল আলমের বৈবাহিকসূত্রে আবদ্ধ হয়ে ইসলাম ধর্ম গ্রহণ (১৯৬৪) ও আভা আলম নাম ধারণ করেন।
প্রথমে পিতার কাছে সঙ্গীতবিদ্যায় হাতেখড়ি। পরে ময়মনসিংহের প্রখ্যাত সঙ্গীতজ্ঞ মিথুন দের কাছে উচ্চাঙ্গ সঙ্গীতের তালিম গ্রহণ করেন। ১৯৫৯-এ তদানীন্তন রেডিও পাকিস্তান, ঢাকা কেন্দ্র থেকে নিয়মিত সঙ্গীত পরিবেশন শুরু। বিভিন্ন সময়ে করাচি, রাওয়ালপিণ্ডি, হায়দ্রাবাদ প্রভৃতি স্থানে সঙ্গীত পরিবেশন করেন। প্রখ্যাত উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী মালিক-ই মুলক বেগমের ঘনিষ্ঠ সান্নিধ্য লাভ করেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমি, সঙ্গীত প্রসার সমিতি, ছায়ানট, আলতাফ মাহমুদ সঙ্গীত একাডেমি ও আতিক সঙ্গীত একাডেমিসহ ঢাকার বিভিন্ন সঙ্গীত ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সঙ্গীত শিক্ষিকা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা শিক্ষাবোর্ডের উচ্চাঙ্গ সঙ্গীত পরীক্ষার অন্যতম পরীক্ষক। উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী হিসেবে প্রভূত খ্যাতি অর্জন করেন। নিখিল পাকিস্তান সঙ্গীত সম্মেলনে এক ঘণ্টাব্যাপী পুরিয়া ধানেশ্রী রাগ পরিবেশন করে সঙ্গীত অনুরাগীদের মন জয় করেন। সঙ্গীতে বিশেষ অবদান রাখায় বাংলাদেশ সরকার কর্তৃক একুশে পদক (মরণোত্তর) প্রদান, ১৯৭৮। মৃত্যু ২১.১১.1976।