বাঁধন রহিম (badhan rahim)

প্রথম পাতা » জীবনী » বাঁধন রহিম (badhan rahim)


বাঁধন রহিম (badhan rahim)

বাঁধন রহিম
মাগুরা জেলার মোহাম্মদপুরে মধুমতি নদীর বুকে বেড়ে উঠা বাঁধন রহিমের। শিক্ষক পিতার সন্তান হয়েও ডানপিটে জীবনের এতটুকুও ছাড় দেননি তার বেড়ে উঠায়। মাগুরাতে স্কুল কলেজ শেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ থেকে স্নাতক ও হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট এন্ড ইন্ডাস্ট্রিয়াল রিলেশনসিপ এ স্নাতকোত্তর ডিগ্রি গ্রহণ করেন।

তথ্যসূত্র: ২০২১ সালে প্রকাশিত  ‘কাকিলাজানের বাহাস’  গ্রন্থ থেকে সংকলিত।