পূর্ণিয়া সামিয়া (purnia samia)
প্রথম পাতা » জীবনী » পূর্ণিয়া সামিয়া (purnia samia)পূর্ণিয়া সামিয়া
প্রবহমান বংশী নদীর তীরে ধামরাই, তার ঐতিহ্যবাহী রথখোলার পাশে কায়েৎ পাড়ায় জন্ম পূর্ণিয়া সামিয়ার। এক অসাম্প্রদায়িক পরিবেশে বেড়ে উঠেছেন তিনি। ধামরাইতেই স্কুল-কলেজ শেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রত্নতত্ত্ব বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর। ‘হলদে রোদ ও মেয়েটা’ কাব্যগ্রন্থটির মধ্য দিয়ে তাঁর কবি জীবনের আত্মপ্রকাশ।
তথ্যসূত্র: ২০২১ সালে প্রকাশিত ‘কাকিলাজানের বাহাস’ গ্রন্থ থেকে সংকলিত।