পূর্ণিয়া সামিয়া (purnia samia)

প্রথম পাতা » জীবনী » পূর্ণিয়া সামিয়া (purnia samia)


পূর্ণিয়া সামিয়া (purnia samia)

পূর্ণিয়া সামিয়া
প্রবহমান বংশী নদীর তীরে ধামরাই, তার ঐতিহ্যবাহী রথখোলার পাশে কায়েৎ পাড়ায় জন্ম পূর্ণিয়া সামিয়ার। এক অসাম্প্রদায়িক পরিবেশে বেড়ে উঠেছেন তিনি। ধামরাইতেই স্কুল-কলেজ শেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রত্নতত্ত্ব বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর। ‘হলদে রোদ ও মেয়েটা’ কাব্যগ্রন্থটির মধ্য দিয়ে তাঁর কবি জীবনের আত্মপ্রকাশ।

তথ্যসূত্র: ২০২১ সালে প্রকাশিত ‘কাকিলাজানের বাহাস’ গ্রন্থ থেকে সংকলিত।