হাসনাইন সাজ্জাদী ( hasnain sajjadi)

প্রথম পাতা » জীবনী » হাসনাইন সাজ্জাদী ( hasnain sajjadi)


হাসনাইন সাজ্জাদী ( hasnain sajjadi)


হাসনাইন সাজ্জাদী জন্ম ১ মার্চ, ১৯৬২ খ্রিষ্টাব্দে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার গোবিন্দপুর গ্রামের আমির মঞ্জিলে। বাবা সুফি সাহেব আলহাজ কারী মোঃ সাজ্জাদ ও দাদা লোকসাহিত্যিক ও ভাষা সংগ্রামী আমির সাধু। বিজ্ঞানসমাজ গঠনের জন্য বিজ্ঞানচিন্তা তাঁর কাব্যসাহিত্য, রাজনীতি সাংস্কৃতিক জীবনের অনুসঙ্গ হয়ে আছে। ‘বিজ্ঞানকবিতার রূপরেখা’, “বিজ্ঞানযুগের , সাংবাদিকতা’, ‘একশকোটি তেজস্ক্রিয়তা’, ‘জাপানে বঙ্গবিদ্যা ও বাংলাদেশের বিজ্ঞানকবিতা’, ‘হে স্বপ্ন হে বিজ্ঞানকবিতা’, ভালোবাসর হার্ডডিস্ক’, ‘ছোটদের বিজ্ঞানবাদ’ তাঁর আলোচিত গ্রন্থ। এছাড়াও তার ছোটদের বিজ্ঞান সিরিজ বেশ জনপ্রিয়। শিশুমানসে বিজ্ঞানচিন্তার প্রসারে তাঁর চেষ্টার অন্ত নাই। ‘বিজ্ঞানবাদের কাব্যতত্ত্ব’ তাঁর বিজ্ঞানবাদী ও সাম্যসুখের সমাজ প্রতিষ্ঠায় যৌথ চিন্তার ফসল ।
হাসনাইন সাজ্জাদী জাতীয় কবিতা পরিষদের নির্বাহী কমিটির সদস্য, বিজ্ঞানবাদ চর্চাকেন্দ্রের সভাপতি ও বিজ্ঞানকবিতা আন্দোলনের প্রতিষ্ঠাতা।
তথ্যসূত্র: ২০২০  সালে প্রকাশিত   ’বিজ্ঞানবাদের কাব্যতত্ত্ব’  গ্রন্থ থেকে সংকলিত।